০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক, ফের কোনও বড় সিদ্ধান্ত?

চামেলি দাস
  • আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
  • / 191

পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনাবাহিনী। মাত্র ২৫ মিনিটে নিকেশ হয় পাক-মদতপুষ্ট ৯টি জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। ঠিক ১৫ দিনের মাথায় পহেলগাঁওয়ে হামলার প্রত্যাঘাত সেনাবাহিনীর। ‘অপারেশন সিঁদুর’-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার? এই নিয়ে নতুন জল্পনার মধ্যেই বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায় জঙ্গিরা। তিন সেনাপ্রধানকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। গত কয়েকদিনে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

এরপরই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। মাত্র ২৫ মিনিটের ‘অপারেশন সিঁদুর’। তারই মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটিগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরোধী দলগুলিকে বিস্তারিত জানাতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এক্স হ্যান্ডলে সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু সর্বদলীয় বৈঠকের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পার্লামেন্ট কমপ্লেক্সের লাইব্রেরি বিল্ডিংয়ে সর্বদলীয় বৈঠক হবে।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক, ফের কোনও বড় সিদ্ধান্ত?

আপডেট : ৭ মে ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনাবাহিনী। মাত্র ২৫ মিনিটে নিকেশ হয় পাক-মদতপুষ্ট ৯টি জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। ঠিক ১৫ দিনের মাথায় পহেলগাঁওয়ে হামলার প্রত্যাঘাত সেনাবাহিনীর। ‘অপারেশন সিঁদুর’-র পর কি আরও কোনও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার? এই নিয়ে নতুন জল্পনার মধ্যেই বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায় জঙ্গিরা। তিন সেনাপ্রধানকে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। গত কয়েকদিনে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

এরপরই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। মাত্র ২৫ মিনিটের ‘অপারেশন সিঁদুর’। তারই মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটিগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিরোধী দলগুলিকে বিস্তারিত জানাতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এক্স হ্যান্ডলে সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু সর্বদলীয় বৈঠকের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পার্লামেন্ট কমপ্লেক্সের লাইব্রেরি বিল্ডিংয়ে সর্বদলীয় বৈঠক হবে।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং