১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লখনউতে পাখি, কুকুর নিধনে অনুমতি দিল না ইলাহাবাদ হাই কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 78

পুবের কলম, ওয়েবডেস্ক  : পাখি, রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো কুকুর নিধন করা যাবে না বলে জানিয়ে দিল ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ। প্রসঙ্গত, ইদানীং লখনউতে কুকুর,পাখির অবাঞ্ছিত উপদ্রব বেড়ে যাওয়ার কারণে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এই প্রসঙ্গে ইলাহাবাদ হাই কোর্ট লখনউ পুরসভাকে পাখি, কুকুর নিধনের অনুমতি দিল না।

আবেদন খারিজ করে লখনউ বেঞ্চ জানিয়ে দেয়,সংবিধানে এমন কোনও বিধান নেই যেখানে আদালত পুরসভাকে এই অবলা পশু-পাখি নিধনের অনুমতি দিতে পারে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন পশু অধিকার কর্মী কামনা পাণ্ডে।

আরও পড়ুন: এলাহাবাদ হাইকোর্টে সম্বল মসজিদ ভাঙার ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ

বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর বেঞ্চ এই রায় দেয়। আইনজীবী মনোজ দুবের দায়ের করা এক জনস্বার্থ মামলার ভিত্তিতে এই রায় দিল ইলাহাবাদ হাই কোর্ট। আবেদনকারীর পক্ষে যুক্তি দিয়ে, সিনিয়র অ্যাডভোকেট সুদীপ শেঠ লখনউতে উপদ্রব তৈরি করা পাখি, বিপথগামী এবং রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো কুকুরগুলিকে নিধন করার জন্য পুরসভাকে দায়িত্ব নেওয়ার নির্দেশ জারি করার জন্য আদালতের কাছে আবেদন জানান। এই মামলায় ইলাহাবাদ হাই কোর্ট জানিয়ে দিল কুকুর নিধন করা যাবে না। আদালত এই ধরনের অমানবিক নির্দেশ দিতে পারে না।

আরও পড়ুন: বিবাহিত কন্যারাও মৃত বাবার চাকরি পাওয়ার যোগ্য : Allahabad High Court

এই রায়কে স্বাগত জানিয়ে পশু অধিকার কর্মী কামনা পাণ্ডে বলেছেন, এটি একটি যুগান্তকারী রায়। মানুষের সেরা বন্ধুর প্রতি ঘৃণা ও শত্রুতার পরিবেশ তৈরি করতে চাওয়া হচ্ছিল।

আরও পড়ুন: লখনৌতে নিজের স্কুলে শুভাংশু শুক্লা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লখনউতে পাখি, কুকুর নিধনে অনুমতি দিল না ইলাহাবাদ হাই কোর্ট

আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক  : পাখি, রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো কুকুর নিধন করা যাবে না বলে জানিয়ে দিল ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ। প্রসঙ্গত, ইদানীং লখনউতে কুকুর,পাখির অবাঞ্ছিত উপদ্রব বেড়ে যাওয়ার কারণে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এই প্রসঙ্গে ইলাহাবাদ হাই কোর্ট লখনউ পুরসভাকে পাখি, কুকুর নিধনের অনুমতি দিল না।

আবেদন খারিজ করে লখনউ বেঞ্চ জানিয়ে দেয়,সংবিধানে এমন কোনও বিধান নেই যেখানে আদালত পুরসভাকে এই অবলা পশু-পাখি নিধনের অনুমতি দিতে পারে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন পশু অধিকার কর্মী কামনা পাণ্ডে।

আরও পড়ুন: এলাহাবাদ হাইকোর্টে সম্বল মসজিদ ভাঙার ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ

বিচারপতি রমেশ সিনহা ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর বেঞ্চ এই রায় দেয়। আইনজীবী মনোজ দুবের দায়ের করা এক জনস্বার্থ মামলার ভিত্তিতে এই রায় দিল ইলাহাবাদ হাই কোর্ট। আবেদনকারীর পক্ষে যুক্তি দিয়ে, সিনিয়র অ্যাডভোকেট সুদীপ শেঠ লখনউতে উপদ্রব তৈরি করা পাখি, বিপথগামী এবং রাস্তায় যত্রতত্র ঘুরে বেড়ানো কুকুরগুলিকে নিধন করার জন্য পুরসভাকে দায়িত্ব নেওয়ার নির্দেশ জারি করার জন্য আদালতের কাছে আবেদন জানান। এই মামলায় ইলাহাবাদ হাই কোর্ট জানিয়ে দিল কুকুর নিধন করা যাবে না। আদালত এই ধরনের অমানবিক নির্দেশ দিতে পারে না।

আরও পড়ুন: বিবাহিত কন্যারাও মৃত বাবার চাকরি পাওয়ার যোগ্য : Allahabad High Court

এই রায়কে স্বাগত জানিয়ে পশু অধিকার কর্মী কামনা পাণ্ডে বলেছেন, এটি একটি যুগান্তকারী রায়। মানুষের সেরা বন্ধুর প্রতি ঘৃণা ও শত্রুতার পরিবেশ তৈরি করতে চাওয়া হচ্ছিল।

আরও পড়ুন: লখনৌতে নিজের স্কুলে শুভাংশু শুক্লা