পুবের কলম ওয়েবডেস্ক, বসিরহাট: গৃহবধূকে মারধর করে তার মুখে বিষতেল ঢেলে দিয়ে খুন করা হয়েছে। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার হুগলি গ্রামে। বুধবার গভীর রাতে বাদুড়িয়া থানার হুগলী গ্রামের গৃহবধূ মেঘনা খাতুনের(২৬) অস্বাভাবিক মৃত্যু হয়।
মেঘনা খাতুনের বাবা এসমাইল মণ্ডল ওরফে বাচ্চুর অভিযোগ বেশ কিছুদিন ধরে স্বামী মনিরুল সাহাজীর সঙ্গে বনিবনা হচ্ছিল না মেঘনার। তার আরো অভিযোগ, জামাই মনিরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর তার প্রতিবাদ করায় মেঘনাকে মারধর করে মুখে বিষ তেল দিয়ে খুন করেছে মনিরুল সাহাজী। বধূ মৃত্যুর খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মনিরুল সাহাজী ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে মনিরুল সাহজীর পরিবারের তরফ থেকে মেঘনা খাতুনের বাবার বাড়িতে ফোন করে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা স্বরূপনগরের হঠাৎগঞ্জ এলাকায় গিয়ে এক গ্রামীন চিকিৎসকের বাড়ির সামনে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পায়। সে সময় ঘটনাস্থলে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠে মেয়ের পরিবারের সদস্যরা। তারাই থানায় খবর দেয়।
মৃতের বাবার অভিযোগ, স্বামী স্ত্রীর বনিবনা না হওয়ায় ও স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মারধর করে খুন করে তার মুখে বিষতেল ঢেলে দিয়েছে। মৃতার ছ বছরের ও তিন বছরে দুটি সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে মনিরুলের বৌদি মনোয়ারা খাতুন জানান, বুধবার রাত বারোটা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল। বচসার জেরে মনিরুল তার জাকে চড় মেরেছিল। গভীর রাতে মনিরুল জানায় মেঘনার শ্বাসকষ্ট হচ্ছে। এরপর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। মেঘনার বাপের বাড়ি সদস্যরা অভিযুক্ত মনিরুল সাহাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






























