০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্থিতিশীল হলেও বিপদমুক্ত নন মুলায়ম, জানালেন অখিলেশ

পুবের কলম ওয়েবডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদবের। রবিবারই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সমাজবাদী পার্টির প্রবীণ নেতার শারীরিক অবস্থা জটিল। রবিবার রাতে তাঁর ডায়ালিসিস চলেছে। বর্তমানে তিনি স্থিতিশীল থাকলেও, সঙ্কটমুক্ত নন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালেই বাবাকে হাসপাতালে দেখতে যান অখিলেশ যাদব। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদবসহ পরিবারের সদস্যরা। সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ অখিলেশ হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের জানান, বাবাকে দেখে এসেছেন তিনি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

এদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুলায়ম সিং যাদবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। সেই সংক্রমণ প্রায় সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই রাতে ডায়ালিসিস শুরু করা হয়। রাতভর মুলায়ম সিং যাদবের ডায়ালিসিস চলেছে। প্রবীণ নেতার কিডনিতেও সমস্যা ধরা পড়েছে। আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত জটিল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থিতিশীল হলেও বিপদমুক্ত নন মুলায়ম, জানালেন অখিলেশ

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদবের। রবিবারই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সমাজবাদী পার্টির প্রবীণ নেতার শারীরিক অবস্থা জটিল। রবিবার রাতে তাঁর ডায়ালিসিস চলেছে। বর্তমানে তিনি স্থিতিশীল থাকলেও, সঙ্কটমুক্ত নন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালেই বাবাকে হাসপাতালে দেখতে যান অখিলেশ যাদব। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদবসহ পরিবারের সদস্যরা। সকাল ৮টা ৫১ মিনিট নাগাদ অখিলেশ হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের জানান, বাবাকে দেখে এসেছেন তিনি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

এদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুলায়ম সিং যাদবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। সেই সংক্রমণ প্রায় সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই রাতে ডায়ালিসিস শুরু করা হয়। রাতভর মুলায়ম সিং যাদবের ডায়ালিসিস চলেছে। প্রবীণ নেতার কিডনিতেও সমস্যা ধরা পড়েছে। আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত জটিল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।