০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরের জন্য বিশেষ সংরক্ষণের ঘোষণা অমিত শাহের

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজৌরি থেকে উপত্যকার মানুষদের জন্য বিশেষ সংরক্ষণের কথা ঘোষণা করেন তিনি। অমিত শাহ ঘোষণা করেন, গুজ্জর এবং বাকরওয়ালদের পাশাপাশি পাহাড়ি সম্প্রদায়ও শীঘ্রই তফসিলি উপজাতি (এসটি) হিসাবে স্বীকৃতি পাবে। এরা সবাই শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ পাবে।

কেন্দ্রীয় সরকারকে তার জন্য সংসদে সংরক্ষণ আইন সংশোধন করতে হবে। উল্লেখ্য অমিত শাহ বলেছেন, “কমিশন রিপোর্ট পাঠিয়েছে। গুজ্জর, বাকারওয়াল ও পাহাড়ি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের সুপারিশ করেছে। এটি শীঘ্রই দেওয়া হবে।” তিনি আরও দাবি করেন, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারার আওতায় বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পরেই এই ধরনের সংরক্ষণের বিষয় আনা সম্ভব হয়েছে। এখন এখানকার সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পাহাড়িরা তাদের অধিকার পাবে।”
উল্লেখ্য, জম্ম ও কাশ্মীরে পাহাড়ি সম্পদায়ের মানুষদের জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। তাঁদের মধ্যে ৫৫ শতাংশ হিন্দু এবং বাকিরা মুসলিম।
এর পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপত্যকার রাজনীতি নিয়েও সরব হন। তিনি বলেন, “আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই জম্মু ও কাশ্মীরকে তিনটি পরিবারের কবল থেকে মুক্ত করার জন্য। যাঁরা এখানে এতদিন ধরে শাসন করেছিল।”

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরের জন্য বিশেষ সংরক্ষণের ঘোষণা অমিত শাহের

আপডেট : ৫ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজৌরি থেকে উপত্যকার মানুষদের জন্য বিশেষ সংরক্ষণের কথা ঘোষণা করেন তিনি। অমিত শাহ ঘোষণা করেন, গুজ্জর এবং বাকরওয়ালদের পাশাপাশি পাহাড়ি সম্প্রদায়ও শীঘ্রই তফসিলি উপজাতি (এসটি) হিসাবে স্বীকৃতি পাবে। এরা সবাই শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ পাবে।

কেন্দ্রীয় সরকারকে তার জন্য সংসদে সংরক্ষণ আইন সংশোধন করতে হবে। উল্লেখ্য অমিত শাহ বলেছেন, “কমিশন রিপোর্ট পাঠিয়েছে। গুজ্জর, বাকারওয়াল ও পাহাড়ি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের সুপারিশ করেছে। এটি শীঘ্রই দেওয়া হবে।” তিনি আরও দাবি করেন, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারার আওতায় বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পরেই এই ধরনের সংরক্ষণের বিষয় আনা সম্ভব হয়েছে। এখন এখানকার সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পাহাড়িরা তাদের অধিকার পাবে।”
উল্লেখ্য, জম্ম ও কাশ্মীরে পাহাড়ি সম্পদায়ের মানুষদের জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। তাঁদের মধ্যে ৫৫ শতাংশ হিন্দু এবং বাকিরা মুসলিম।
এর পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপত্যকার রাজনীতি নিয়েও সরব হন। তিনি বলেন, “আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই জম্মু ও কাশ্মীরকে তিনটি পরিবারের কবল থেকে মুক্ত করার জন্য। যাঁরা এখানে এতদিন ধরে শাসন করেছিল।”