পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ে বাড়ি, সবাই খাওয়া-দাওয়া গল্পে মশগুল, ঠিক তখনই কান ফাটানো আওয়াজ। বিয়ে বাড়িতে পঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে গুলি করে খুন। অমৃতসরে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন আপ পঞ্চায়েত প্রধান জরনৈল সিং। অভিযোগ, সেখানেই তাঁকে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তরণ তারণ জেলার ভলতোহা এলাকায় পঞ্চায়েতের প্রধান নিহত জরনৈল সিং। রবিবার তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অমৃতসর রিসর্টে আসেন। সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। জনসমক্ষে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আপনেতা লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী, আপ নেতার মাথায় গুলি করা হয়েছিল। হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, দুই হামলাকারীই বহিরাগত। তাদের শনাক্ত করা গেছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখন গোপন রাখা হয়েছে। এই খুনের পিছনে কোনও রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অমৃতসরের পুলিশ কমিশনার জানান, দুই হামলাকারী চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাঁদের গ্রেফতার করা হবে।






























