BREAKING: চাকরি থেকে বরখাস্ত পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা

- আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: চাকরি থেকে বরখাস্ত পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দুই কিস্তিতে বেতনের সব টাকা ফেরত দিতে হবে অঙ্কিতা, এমনটা নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৮ সাল থেকে কোচবিহারের ইন্দিরা গার্লস হাইস্কুলে স্কুলে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কর্মরত অঙ্কিতা। সেই সমস্ত গ্রস স্যালারি ফেরত দিতে দুই কিস্তিতে। প্রথম কিস্তি দিতে হবে ৭ জুনের মধ্যে। হাই কোর্টের রেজিস্টারের কাছে জমা দিতে হবে বেতন। অর্থাৎ ৪১ মাসের বেতন ফেরত দিতে হবে।
হাই কোর্ট নির্দেশ দিয়েছে আর কোনও জায়গায় নিজেকে শিক্ষিকা বলে পরিচয় দিতে পারবেন না অঙ্কিতা। আদালত নতুন কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল চত্বরে ঢুকতে পারবেন না অঙ্কিতা। এমনকী তার কোনও প্রতিনিধি স্কুল চত্বরে প্রবেশ করতে পারবে না।
হাইকোর্টের নির্দেশ, স্কুলে ‘শিক্ষকতার’ জন্য ৪১ মাস যে বেতন পেয়েছেন অঙ্কিতা, তার পুরোটা দুটি কিস্তিতে ফেরত দিতে হবে। প্রথম কিস্তির অর্থ জমা দিতে হবে আগামী ৭ জুনের মধ্যে। দ্বিতীয় কিস্তির টাকা আগামী ৭ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুরো টাকা হাই কোর্টের রেজিস্টারের কাছে জমা দিতে হবে।
গত দেড়দিন ধরে লুকোচুরি খেলার পর গতকালই সেই রহস্য ভেঙে আবির্ভূত হন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গত কালই পরেশ অধিকারীকে তিন ঘন্টা নিজাম প্যালসে জেরা করা হয়। জেরায় উঠে আসে একাধিক প্রশ্ন। সেখানে তাকে তৃণমূলে যোগদান কবে করেছিলেন? জেলার কোন তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করে যোগদান করেন? মেয়ের চাকরির ব্যাপারে কি জানেন? ফের তাঁকে আজ নিজাম প্যালেসে তলব করা হয়েছে।
চাকরিপ্রার্থীদের দাবি, তফসিলি প্রার্থীদের প্রথম মেধাতালিকায় প্রথম ২০-তে ছিলেন না অঙ্কিতা। কিন্তু ২০১৭ সালের নভেম্বর দ্বিতীয় তালিকায় একেবারে ‘টপার’ হয়ে যান মন্ত্রীর মেয়ে। প্রথম তালিকায় ২০ নম্বর স্থানে থাকা ববিতা সরকার মামলা করেন। দ্বিতীয় তালিকায় ২১ নম্বরে নেমে যান। তার ফলে চাকরি পাননি।