১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিভিন্ন শহরে ইসরাইলবিরোধী মিছিল ও বিক্ষোভ-সমাবেশ পুলিশি বাধা, হায়দরাবাদে গৃহবন্দি মুসলিম নেতা

সামিমা এহসানা
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার
  • / 28

পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে একটি সমাবেশ করার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে  পুলিশ হায়দরাবাদের মুসলিম সংগঠন ‘তেহরিক মুসলিম শাব্বানদ এর সভাপতি মুহাম্মদ মুশতাক মালিককে গৃহবন্দী করেছে। র্যা লিটি শুক্রবার ২৭ অক্টোবর, দুপুর ২টায় ইয়াকুতপুরা বড় বাজার থেকে দারুলশিফা মাঠ পর্যন্ত যাবে বলে ঠিক ছিল।

একদল পুলিশ মোশতাক মালিকের বাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তারের কথা জানায়। মুশতাক মালিক পরে একটি ভিডিওতে বলেন যে পুলিশ তাদের অনুমতি দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করায় সমাবেশটি বাতিল করা হয়েছে। তিনি বলন, শীঘ্রই আমরা ফিলিস্তিনের উপর ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানাতে একটি জনসভা করব। তারিখ পরে ঘোষণা করা হবে।

মোশতাক মালিক বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সমাবেশের অনুমতির বিরুদ্ধে কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল এবং প্রতিবাদ সমাবেশ সম্পর্কে জানতে পেরে কারা আতঙ্কিত হয়েছিল তা জনগণ ভালো করেই জানে। প্রস্তাবিত সমাবেশকে কেন্দ্র করে চারমিনার ও ইয়াকুতপুরায় পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে।

এদিকে, উত্তর প্রদেশের হামিরপুর জেলায় ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে আতিক চৌধুরী এবং সুহেল সিদ্দিকি নামে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে সুহেল আনসারিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ অন্যজনের খোঁজ করছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি খারাপ করার অভিযোগ উঠেছে।

কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে প্রতিবাদী জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বেঙ্গালুরুর জামিয়া মসজিদের ইমাম মাওলানা মাকসুদ ইমরান বলেছেন, ইসরাইলি সেনারা ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। তিনি বলেন, ইহুদিরা জোর করে মুসলমানদের তাদের এলাকা থেকে বিতাড়িত করছে। গাজা উপত্যকায় বিপুল সংখ্যক মুসলমান নির্যাতিত হচ্ছে। আল আকসা মসজিদে ইবাদত নিষিদ্ধ করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে মুসলিমরা ফিলিস্তিনের সমর্থনে মিছিল ও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। জামশেদপুরের ম্যাঙ্গো  আজাদ নগরে জুমা নামাজের পর প্রতিবাদী জনতা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান এবং ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন। এখানে ফখরুদ্দিন আনসারি নামে এক ব্যক্তি বলেন, ইসরাইল গত ৭০ বছর ধরে নৃশংসতা চালিয়ে আসছে। এমতাবস্থায় বিশ্বের সকল মুসলিম দেশকে একসাথে সোচ্চার হতে হবে।

উত্তর প্রদেশের লক্ষনৌতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। লখনউ এর আসিফী মসজিদে জুমার নামাজের পর ইসরাইল এবং আমেরিকা বিরোধী শ্লোগান ওঠে। এখানে ফিলিস্তিনের সমর্থনে প্রার্থনা করা হয়।পরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের বিভিন্ন শহরে ইসরাইলবিরোধী মিছিল ও বিক্ষোভ-সমাবেশ পুলিশি বাধা, হায়দরাবাদে গৃহবন্দি মুসলিম নেতা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে একটি সমাবেশ করার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে  পুলিশ হায়দরাবাদের মুসলিম সংগঠন ‘তেহরিক মুসলিম শাব্বানদ এর সভাপতি মুহাম্মদ মুশতাক মালিককে গৃহবন্দী করেছে। র্যা লিটি শুক্রবার ২৭ অক্টোবর, দুপুর ২টায় ইয়াকুতপুরা বড় বাজার থেকে দারুলশিফা মাঠ পর্যন্ত যাবে বলে ঠিক ছিল।

একদল পুলিশ মোশতাক মালিকের বাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তারের কথা জানায়। মুশতাক মালিক পরে একটি ভিডিওতে বলেন যে পুলিশ তাদের অনুমতি দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করায় সমাবেশটি বাতিল করা হয়েছে। তিনি বলন, শীঘ্রই আমরা ফিলিস্তিনের উপর ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানাতে একটি জনসভা করব। তারিখ পরে ঘোষণা করা হবে।

মোশতাক মালিক বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সমাবেশের অনুমতির বিরুদ্ধে কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল এবং প্রতিবাদ সমাবেশ সম্পর্কে জানতে পেরে কারা আতঙ্কিত হয়েছিল তা জনগণ ভালো করেই জানে। প্রস্তাবিত সমাবেশকে কেন্দ্র করে চারমিনার ও ইয়াকুতপুরায় পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে।

এদিকে, উত্তর প্রদেশের হামিরপুর জেলায় ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে আতিক চৌধুরী এবং সুহেল সিদ্দিকি নামে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদের মধ্যে সুহেল আনসারিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ অন্যজনের খোঁজ করছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি খারাপ করার অভিযোগ উঠেছে।

কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে প্রতিবাদী জনতা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বেঙ্গালুরুর জামিয়া মসজিদের ইমাম মাওলানা মাকসুদ ইমরান বলেছেন, ইসরাইলি সেনারা ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। তিনি বলেন, ইহুদিরা জোর করে মুসলমানদের তাদের এলাকা থেকে বিতাড়িত করছে। গাজা উপত্যকায় বিপুল সংখ্যক মুসলমান নির্যাতিত হচ্ছে। আল আকসা মসজিদে ইবাদত নিষিদ্ধ করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে মুসলিমরা ফিলিস্তিনের সমর্থনে মিছিল ও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। জামশেদপুরের ম্যাঙ্গো  আজাদ নগরে জুমা নামাজের পর প্রতিবাদী জনতা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান এবং ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন। এখানে ফখরুদ্দিন আনসারি নামে এক ব্যক্তি বলেন, ইসরাইল গত ৭০ বছর ধরে নৃশংসতা চালিয়ে আসছে। এমতাবস্থায় বিশ্বের সকল মুসলিম দেশকে একসাথে সোচ্চার হতে হবে।

উত্তর প্রদেশের লক্ষনৌতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ হয়েছে। লখনউ এর আসিফী মসজিদে জুমার নামাজের পর ইসরাইল এবং আমেরিকা বিরোধী শ্লোগান ওঠে। এখানে ফিলিস্তিনের সমর্থনে প্রার্থনা করা হয়।পরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।