পুবের কলম, ওয়েবডেস্ক: পদ্ম শিবিরের জাতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হলেন বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীন। রবিবার বিজেপি সংসদীয় বোর্ড পদ্ম নেতা নীতিন নবীনকে দলের কার্যকরী জাতীয় সভাপতি হিসাবে নিয়োগ করেছে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে জানিয়েছেন, দলের সংসদীয় বোর্ড এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
নীতিন বর্তমানে বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাঁকে রাজ্য স্তরে দলের অন্যতম তীক্ষ্ণ কৌশলবিদ হিসাবে বিবেচনা করা হয় এবং আরএসএসের শক্তিশালী কর্মী তিনি। উল্লেখ্য, প্রবীণ বিজেপি নেতা নবীন কিশোর সিনহার ছেলে নীতিন নবীন পাটনার বাঁকিপুর নগর বিধানসভা আসন থেকে চারবারের বিধায়ক। তিনি বিহারের বিজেপি যুব মোর্চার (বিজেওয়াইএম) রাজ্য সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিজেপির ঐতিহ্য অনুসারে, কার্যকরী সভাপতির পদটি অতীতে প্রায়শই পূর্ণকালীন দলের সভাপতি পদে একটি ধাপ ছিল।































