২৭ অগাস্ট ২০২৫, বুধবার, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সতীদাহের প্রশংসা! বিজেপি সাংসদের বক্তব্যে উত্তাল লোকসভা

ইমামা খাতুন
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 60

eপুবের কলম ওয়েবডেস্ক: ১৮২৯ সালের ৪ ডিসেম্বর রাজা রামমোহন রায়ের উদ্যোগে বন্ধ হয়েছিল সতীদাহ প্রথা। হিন্দু ধর্মাবলম্বী কোনো সদ্য বিধবা মহিলাকে জীবিত অবস্থায় স্বামীর চিতায় সহমরণে যেতে বাধ্য করা হত এই প্রথার মাধ্যমে। এবার সতীদাহর মতো পৈশাচিক প্রথার প্রশংসা করতে শোনা গেল বিজেপি সাংসদ সি পি যোশির মুখে।

রাষ্ট্রপতি ভাষণের পরে শুকরিয়া জ্ঞাপনের সময় ‘সতী’ শব্দটি ব্যবহার করেন রাজস্থানের চিতরগড়ের বিজেপি সাংসদ। তিনি বলেন, আলাউদ্দিন খিলজির হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়ে সতী হন মেবারের রানী পদ্মাবতী। আমি তাঁর সাহসের ভূয়সী প্রসংশা করি।

আরও পড়ুন: এম কে স্ট্যালিনকে বড় চ্যালেঞ্জ বিজেপির

এই মন্তব্যের প্রতিবাদে সরব হন সুপ্রিয়া সুলে সহ উপস্থিত অন্যান্য মহিলা সাংসদরা। তাঁদের দাবি, বিজেপি নেতা সতীদাহর মতো নিষ্ঠুর প্রথাকে সমর্থন করে। যেখানে সমাজের সঙ্গে প্রবল লড়াই করে স্বামীর চিতাই সহমরণের মতো কুপ্রথাকে বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়।

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, আমি সতী কথাটি উল্লেখ করেনি। তবে হ্যাঁ পদ্মাবতীর জওহর ব্রতর পালনের প্রশংসা করেছি। এবং আমি আমার বক্তব্যে অনড়। সি পি যোশির সতীদাহ মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বাধ্য হয়ে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সতীদাহের প্রশংসা! বিজেপি সাংসদের বক্তব্যে উত্তাল লোকসভা

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

eপুবের কলম ওয়েবডেস্ক: ১৮২৯ সালের ৪ ডিসেম্বর রাজা রামমোহন রায়ের উদ্যোগে বন্ধ হয়েছিল সতীদাহ প্রথা। হিন্দু ধর্মাবলম্বী কোনো সদ্য বিধবা মহিলাকে জীবিত অবস্থায় স্বামীর চিতায় সহমরণে যেতে বাধ্য করা হত এই প্রথার মাধ্যমে। এবার সতীদাহর মতো পৈশাচিক প্রথার প্রশংসা করতে শোনা গেল বিজেপি সাংসদ সি পি যোশির মুখে।

রাষ্ট্রপতি ভাষণের পরে শুকরিয়া জ্ঞাপনের সময় ‘সতী’ শব্দটি ব্যবহার করেন রাজস্থানের চিতরগড়ের বিজেপি সাংসদ। তিনি বলেন, আলাউদ্দিন খিলজির হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়ে সতী হন মেবারের রানী পদ্মাবতী। আমি তাঁর সাহসের ভূয়সী প্রসংশা করি।

আরও পড়ুন: এম কে স্ট্যালিনকে বড় চ্যালেঞ্জ বিজেপির

এই মন্তব্যের প্রতিবাদে সরব হন সুপ্রিয়া সুলে সহ উপস্থিত অন্যান্য মহিলা সাংসদরা। তাঁদের দাবি, বিজেপি নেতা সতীদাহর মতো নিষ্ঠুর প্রথাকে সমর্থন করে। যেখানে সমাজের সঙ্গে প্রবল লড়াই করে স্বামীর চিতাই সহমরণের মতো কুপ্রথাকে বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়।

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, আমি সতী কথাটি উল্লেখ করেনি। তবে হ্যাঁ পদ্মাবতীর জওহর ব্রতর পালনের প্রশংসা করেছি। এবং আমি আমার বক্তব্যে অনড়। সি পি যোশির সতীদাহ মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বাধ্য হয়ে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা