০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে সরছে এশিয়া কাপ, নতুন আয়োজক আমিরশাহী!

চামেলি দাস
  • আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
  • / 120

পুবের কলম ওয়েবডেস্ক:  ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সীমান্তের অশান্তির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে আপত্তি জানায়। যার ফলে শেষ পর্যন্ত সেবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় ভাগ করে অনুষ্ঠিত হয়েছিল।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সম্ভাবত এই টুর্নামেন্ট এবার ভারতে অনুষ্ঠিত হবে না। প্রথমে শোনা গিয়েছিল, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল হিসেবে পাকিস্তানের নাম থাকায় ভারত এশিয়া কাপ থেকে না তুলে নেবে। আর এখন শোনা যাচ্ছে, ভারত এই টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজন করতে নারাজ।

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনায় অনিশ্চিত এশিয়া কাপ আয়োজন

এর ফলে গোটা টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যেতে পারে। যদিও নিরপেক্ষ ভেন্যু হিসেবে শুরুতে শ্রীলঙ্কার নামটাও ছিল। তবে সুযোগ-সুবিধা ও বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতার দিক থেকে আমিরশাহীকেই এগিয়ে রাখা হচ্ছে। এ ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেই কেউই কিছু জানায়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আসন্ন এশিয়া কাপের ম্যাচগুলি দুবাই, আবুধাবি এবং শারজায় অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: বিসিসিআই

 

আরও পড়ুন: রাজগীরে এশিয়া কাপ হকিতে অনিশ্চিত পাকিস্তান

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত থেকে সরছে এশিয়া কাপ, নতুন আয়োজক আমিরশাহী!

আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সীমান্তের অশান্তির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে আপত্তি জানায়। যার ফলে শেষ পর্যন্ত সেবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় ভাগ করে অনুষ্ঠিত হয়েছিল।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সম্ভাবত এই টুর্নামেন্ট এবার ভারতে অনুষ্ঠিত হবে না। প্রথমে শোনা গিয়েছিল, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল হিসেবে পাকিস্তানের নাম থাকায় ভারত এশিয়া কাপ থেকে না তুলে নেবে। আর এখন শোনা যাচ্ছে, ভারত এই টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজন করতে নারাজ।

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনায় অনিশ্চিত এশিয়া কাপ আয়োজন

এর ফলে গোটা টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যেতে পারে। যদিও নিরপেক্ষ ভেন্যু হিসেবে শুরুতে শ্রীলঙ্কার নামটাও ছিল। তবে সুযোগ-সুবিধা ও বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতার দিক থেকে আমিরশাহীকেই এগিয়ে রাখা হচ্ছে। এ ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেই কেউই কিছু জানায়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আসন্ন এশিয়া কাপের ম্যাচগুলি দুবাই, আবুধাবি এবং শারজায় অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: বিসিসিআই

 

আরও পড়ুন: রাজগীরে এশিয়া কাপ হকিতে অনিশ্চিত পাকিস্তান