পুবের কলম ওয়েবডেস্ক: আন্তর্জাতিক মহলে ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে বিশাল অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB)। মঙ্গলবার এডিবির তরফে ৮০ কোটি ডলার অর্থাৎ ছ’হাজার কোটি টাকার একটি বেইলআউট প্যাকেজ অনুমোদিত হয়েছে। দাবি করা হয়েছে, আন্তর্জাতিক স্তরে ঋণের দায় মেটাতে এই অর্থ সাহায্য দেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে ভারত। কারণ, ভারতের অভিযোগ, এ ধরনের আর্থিক সহায়তা পাকিস্তান ঘুরপথে সন্ত্রাসবাদে ব্যয় করে থাকে। ইতিমধ্যেই পহেলগামে ২৬ জন ভারতীয় সেনার মৃত্যুর পর ভারত সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোনও রকম আর্থিক সাহায্য না করার জন্য জোরালো দাবি তোলা হয়েছিল।
এর আগে ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন আইএমএফ (IMF)-এর পক্ষ থেকেও পাকিস্তানকে ১০০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়, তাতেও ক্ষোভ জানিয়েছিল ভারত।
সূত্রের খবর, ভারত সরকার আশঙ্কা করছে পাকিস্তান এই বিপুল অর্থ উন্নয়নমূলক কাজে না খরচ করে সরাসরি প্রতিরক্ষা খাতে ব্যবহার করবে। কারণ, পহেলগাঁও ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনা ভারতের ভূখণ্ডে হামলা চালিয়ে পুঞ্চ সেক্টরে বেশ কয়েকজন ভারতীয় সেনাকে হত্যা করে।
বর্তমানে ভারতীয় সংসদের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মহলে ঘুরে ঘুরে একটাই বার্তা দিচ্ছে—পাকিস্তান হচ্ছে সীমান্ত পার সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, যার সরাসরি প্রমাণ পহেলগাঁও ঘটনা। সন্ত্রাসবাদে মদত দেওয়া একটি দেশের জন্য আর্থিক সহায়তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক বলেও মনে করছে দিল্লি।






























