উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্যুদ্ধে উত্তপ্ত বিহার
- আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
- / 77
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালেই উত্তেজনা ছড়াল লখীসরাই–এ। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্হার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় কয়েকজন বিজয়ের কনভয়ের গাড়িগুলোর দিকে পাথর, গোবর ও হাওয়াই চপ্পল নিক্ষেপ করে। তবে উপমুখ্যমন্ত্রী নিরাপদে আছেন এবং কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনার পর মুহূর্তেই বিজেপি ও আরজেডির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এটি পরিকল্পিত হামলা এবং এর সঙ্গে আরজেডির স্থানীয় নেতারা জড়িত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কিছু মানুষ বিজয়কুমার সিন্হার কনভয় ঘিরে ধরে ‘মুর্দাবাদ, মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। ঘটনার প্রতিক্রিয়ায় উপমুখ্যমন্ত্রী বিজয় বলেন, “এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় ফিরছে, তাই ভয় পেয়ে এ ধরনের নোংরামি করছে।” তবে আরজেডি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দলটির এক মুখপাত্র বলেন, “বিজেপি হেরে যাওয়ার আশঙ্কায় এখন নাটক তৈরি করছে। প্রশাসনের কাছে আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”





















































