০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অঙ্কিতার স্কুলেই চাকরির নিয়োগপত্র পেলেন ববিতা

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার
  • / 25

পূবের কলম ওয়েবডেস্কঃ মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর স্কুলেই চাকরি পেলেন ববিতা সরকার। ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি পেলেন মামলাকারী ববিতা সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে চাকরির নিয়োগপত্র পেয়েছেন তিনি।তবে আপনি কি জানেন শিক্ষিকা হিসেবে কত বেতন পাবেন ববিতা সরকার! শিক্ষিকা হিসেবে প্রতি মাসে ববিতার বেতন হতে চলেছে প্রায় ৪৩ হাজার টাকার কাছাকাছি।

উল্লেখ্য, পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী বেআইনি ভাবে স্কুলের চাকরি পেয়েছিলেন, তাই নিয়েই কোর্টে মামলা করেন ববিতা সরকার। শিলিগুড়ির এসএসসি পরীক্ষার্থী ববিতাকে ১০ দিনের মধ্যে চাকরি দিতে হবে এমনটি নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।সোমবার নিয়োগের সুপারিশপত্র হাতে পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

 

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

তারপর বৃহস্পতিবার চাকরির নিয়োগপত্র হাতে পান তিনি। তবে কোন দিন থেকে স্কুলে যোগ দেবে তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ববিতা সরকার। তবে স্কুল কর্তৃপক্ষের কাছেও এই বিষয়ে কোনও প্রকার খবর নেয় বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। রঞ্জনা রায় বসুনিয়া এক সাক্ষাৎকারে জানান, ‘‘অঙ্কিতার জায়গায় ববিতা যে এই স্কুলে জয়েন করতে চলেছে, তা জানি। তবে ববিতা কবে জয়েন করবে, সেই বিষয়ে কিছু বলতে পারব না।’’

আরও পড়ুন: ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অঙ্কিতার স্কুলেই চাকরির নিয়োগপত্র পেলেন ববিতা

আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার

পূবের কলম ওয়েবডেস্কঃ মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর স্কুলেই চাকরি পেলেন ববিতা সরকার। ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি পেলেন মামলাকারী ববিতা সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে চাকরির নিয়োগপত্র পেয়েছেন তিনি।তবে আপনি কি জানেন শিক্ষিকা হিসেবে কত বেতন পাবেন ববিতা সরকার! শিক্ষিকা হিসেবে প্রতি মাসে ববিতার বেতন হতে চলেছে প্রায় ৪৩ হাজার টাকার কাছাকাছি।

উল্লেখ্য, পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী বেআইনি ভাবে স্কুলের চাকরি পেয়েছিলেন, তাই নিয়েই কোর্টে মামলা করেন ববিতা সরকার। শিলিগুড়ির এসএসসি পরীক্ষার্থী ববিতাকে ১০ দিনের মধ্যে চাকরি দিতে হবে এমনটি নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।সোমবার নিয়োগের সুপারিশপত্র হাতে পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

 

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

তারপর বৃহস্পতিবার চাকরির নিয়োগপত্র হাতে পান তিনি। তবে কোন দিন থেকে স্কুলে যোগ দেবে তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ববিতা সরকার। তবে স্কুল কর্তৃপক্ষের কাছেও এই বিষয়ে কোনও প্রকার খবর নেয় বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। রঞ্জনা রায় বসুনিয়া এক সাক্ষাৎকারে জানান, ‘‘অঙ্কিতার জায়গায় ববিতা যে এই স্কুলে জয়েন করতে চলেছে, তা জানি। তবে ববিতা কবে জয়েন করবে, সেই বিষয়ে কিছু বলতে পারব না।’’

আরও পড়ুন: ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর