০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শনিবার! বড় ঘোষণা

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ মার্চ ২০২৪, শুক্রবার
  • / 14

পুবের কলম,ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে শনিবার। শুক্রবার এই বিষয়ে জানিয়ে নিজদের ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন(ইসিআই)। একইসঙ্গে ঘোষণা করা হবে, চার রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণও। জাতীয় নির্বাচন কমিশনের তরফে করা ওই পোস্টে বলা হয়েছে, শনিবার (১৬ মার্চ) দুপুর ৩ টায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে এবং ওই একই দিনে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করে এই তথ্য জানানো হয়।

 

পরে ওই পোস্টটি শেয়ার করা হয় নির্বাচন কমিশনের ‘এক্স’ হ্যান্ডলেও। কমিশনের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়। প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা এবছরই।

নির্বাচন কমিশনের পোস্টে লেখা হয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ‘কিছু’ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে শনিবার দুপুর ৩ টায়। তবে নির্দিষ্ট করে কোনও রাজ্যের নাম লেখা হয়নি। কমিশনের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কনডাক্ট (এমসিসি)।

এদিকে, ক’দফায় ভোট হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। বিগত লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হয়েছিল। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন হয়েছিল নয় দফায়। এর বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এলে এই বিষয়ে অভিযোগ জানিয়ে রাজ্যের শাসকদলের তরফে এক দফায় নির্বাচন করার দাবি করা হয়েছিল।

অন্যদিকে, আসন্ন লোকসভার নির্বাচনের সময় একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলী এবং বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়ের আসনে বিধানসভার উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে জরুরি পর্যায়ের বৈঠক করা হয় সকাল ১১ টা থেকে। ইতিমধ্যেই এই দুই জেলার সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শনিবার! বড় ঘোষণা

আপডেট : ১৫ মার্চ ২০২৪, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে শনিবার। শুক্রবার এই বিষয়ে জানিয়ে নিজদের ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন(ইসিআই)। একইসঙ্গে ঘোষণা করা হবে, চার রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণও। জাতীয় নির্বাচন কমিশনের তরফে করা ওই পোস্টে বলা হয়েছে, শনিবার (১৬ মার্চ) দুপুর ৩ টায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে এবং ওই একই দিনে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করে এই তথ্য জানানো হয়।

 

পরে ওই পোস্টটি শেয়ার করা হয় নির্বাচন কমিশনের ‘এক্স’ হ্যান্ডলেও। কমিশনের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়। প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা এবছরই।

নির্বাচন কমিশনের পোস্টে লেখা হয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ‘কিছু’ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে শনিবার দুপুর ৩ টায়। তবে নির্দিষ্ট করে কোনও রাজ্যের নাম লেখা হয়নি। কমিশনের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক বৈঠকটি সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কনডাক্ট (এমসিসি)।

এদিকে, ক’দফায় ভোট হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। বিগত লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হয়েছিল। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচন হয়েছিল নয় দফায়। এর বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এলে এই বিষয়ে অভিযোগ জানিয়ে রাজ্যের শাসকদলের তরফে এক দফায় নির্বাচন করার দাবি করা হয়েছিল।

অন্যদিকে, আসন্ন লোকসভার নির্বাচনের সময় একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন বিধায়ক ইদ্রিস আলী এবং বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়ের আসনে বিধানসভার উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে জরুরি পর্যায়ের বৈঠক করা হয় সকাল ১১ টা থেকে। ইতিমধ্যেই এই দুই জেলার সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে।