২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি বেকহ্যাম

চামেলি দাস
  • আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
  • / 132

পুবের কলম ওয়েবডেস্ক: হঠাৎই হাসপাতালে ভর্তি হতে হল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামকে। তাঁর স্ত্রী ভিক্টোরিয়া, কিংবদন্তি ফুটবলারের হাসপাতালে শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। প্রসঙ্গত, কয়েক দিন আগেই বেকহ্যামকে ‘নাইটহুড’ সম্মানে ভূষিত করা হয়েছে।

ঠিক কী কারণে বেকহ্যামকে হাসপাতালে ভর্তি করানো হল, সেটা পরিষ্কার না হলেও জানা যাচ্ছে, ২২ বছর আগে ম্যাচ খেলার সময় ডান হাতে কবজি ভেঙে গিয়েছিল বেকহ্যামের। সেই ভাঙা জায়গাতেই কিছু সমস্যা দেখা গিয়েছে বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর ডান হাতটি ঢুকিয়ে রাখা হয়েছে একটি ব্যাগের (স্লিং পাউচ) মধ্যে।

হাসপাতালে থাকলেও, প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকার যে ছবি ভিক্টোরিয়া পোস্ট করেছেন তাতে তাঁকে হাসিমুখেই দেখা যাচ্ছে। উল্লেখ্য, বর্তমানে বেকহ্যাম ইন্টার মায়ামি দলের কো-উইনার। লিওনেল মেসিকে মায়ামিতে নিয়ে আসতে বেকহ্যামই মুখ্য ভূমিকা নেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতালে ভর্তি বেকহ্যাম

আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: হঠাৎই হাসপাতালে ভর্তি হতে হল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামকে। তাঁর স্ত্রী ভিক্টোরিয়া, কিংবদন্তি ফুটবলারের হাসপাতালে শুয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। প্রসঙ্গত, কয়েক দিন আগেই বেকহ্যামকে ‘নাইটহুড’ সম্মানে ভূষিত করা হয়েছে।

ঠিক কী কারণে বেকহ্যামকে হাসপাতালে ভর্তি করানো হল, সেটা পরিষ্কার না হলেও জানা যাচ্ছে, ২২ বছর আগে ম্যাচ খেলার সময় ডান হাতে কবজি ভেঙে গিয়েছিল বেকহ্যামের। সেই ভাঙা জায়গাতেই কিছু সমস্যা দেখা গিয়েছে বলেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর ডান হাতটি ঢুকিয়ে রাখা হয়েছে একটি ব্যাগের (স্লিং পাউচ) মধ্যে।

হাসপাতালে থাকলেও, প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকার যে ছবি ভিক্টোরিয়া পোস্ট করেছেন তাতে তাঁকে হাসিমুখেই দেখা যাচ্ছে। উল্লেখ্য, বর্তমানে বেকহ্যাম ইন্টার মায়ামি দলের কো-উইনার। লিওনেল মেসিকে মায়ামিতে নিয়ে আসতে বেকহ্যামই মুখ্য ভূমিকা নেন।