২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামিন বাতিল, দেশে ফিরছেন প্রজ্বল রেভান্না, হবেন গ্রেফতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে ফিরছেন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। শনিবার শেষ দফার ভোট, তার ঠিক একদিন আগে অর্থাৎ শুক্রবার তার দেশের ফেরার কথা। দেশে ফেরার আগেই প্রজ্বল বেঙ্গালুরুর বিশেষ আদালতে তার জামিনের আবেদন জানান। কিন্তু ২৯ মে সেই আবেদন খারিজ করে দিল আদালত। অর্থাৎ দেশে ফিরে আদালতের রক্ষাকবচ ছাড়াই সিটের মুখোমুখি বসতে হবে সাসপেন্ডেড জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্নাকে।

জানা গেছে, ৩০ মে প্রজ্জ্বল রেভান্না মিউনিখ থেকে বেঙ্গালুরু আসার উড়ান বুক করেছেন। সিট রেভান্নাকে কেম্পাগৌড়া বিমানবন্দরে গ্রেফতার করবে, তার পরে তাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। সূত্রের খবর, জেডিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়ার ৩৩ বছর বয়সী নাতি ৩১ মে বেঙ্গালুরুতে অবতরণ করবেন। গোটা বিমানবন্দরের নজরদারিতে রয়েছে সিট। সব কিছু ঠিক ঠাক থাকলে কেম্পাগৌড়া বিমানবন্দর থেকেই প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে একটি যৌথ অভিযানে, বিশেষ তদন্তকারি দল (সিট) এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) এর আধিকারিকরা নমুনা এবং আঙুলের ছাপ সংগ্রহ করতে প্রজ্বলের সরকারি বাসভবনে যান। রাত থেকে বুধবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত এই অভিযান চালানো হয়। এফএসএল তিনটি শয়নকক্ষ থেকে বিছানা, চাদর, কম্বল, ন্যাপকিন এবং জামাকাপড়ের মতো নমুনা সংগ্রহ করেছে, যেখানে প্রজ্বল মহিলাদের যৌন হেনস্থা করেছিল বলে অভিযোগ।

এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বলের যৌন কেলেঙ্কারিকে ঘিরে মুখ পুড়েছে বিজেপির। ঘটনার পর পরই কূটনৈতিক ভিসা নিয়ে বিদেশে পালিয়ে যায় সাসপেন্ডেড সাংসদ। তার বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে। দুদিন আগে প্রজ্বল একটি ভিডিয়ো বার্তায় জানান, তিনি সিটের সঙ্গে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। এর সাসপেন্ডেড জেডিএস সাংসদ রেভান্না আসব বলে দুবার উড়ানের টিকিট বাতিল করেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিন বাতিল, দেশে ফিরছেন প্রজ্বল রেভান্না, হবেন গ্রেফতার

আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে ফিরছেন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত এইচডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। শনিবার শেষ দফার ভোট, তার ঠিক একদিন আগে অর্থাৎ শুক্রবার তার দেশের ফেরার কথা। দেশে ফেরার আগেই প্রজ্বল বেঙ্গালুরুর বিশেষ আদালতে তার জামিনের আবেদন জানান। কিন্তু ২৯ মে সেই আবেদন খারিজ করে দিল আদালত। অর্থাৎ দেশে ফিরে আদালতের রক্ষাকবচ ছাড়াই সিটের মুখোমুখি বসতে হবে সাসপেন্ডেড জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্নাকে।

জানা গেছে, ৩০ মে প্রজ্জ্বল রেভান্না মিউনিখ থেকে বেঙ্গালুরু আসার উড়ান বুক করেছেন। সিট রেভান্নাকে কেম্পাগৌড়া বিমানবন্দরে গ্রেফতার করবে, তার পরে তাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। সূত্রের খবর, জেডিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়ার ৩৩ বছর বয়সী নাতি ৩১ মে বেঙ্গালুরুতে অবতরণ করবেন। গোটা বিমানবন্দরের নজরদারিতে রয়েছে সিট। সব কিছু ঠিক ঠাক থাকলে কেম্পাগৌড়া বিমানবন্দর থেকেই প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে একটি যৌথ অভিযানে, বিশেষ তদন্তকারি দল (সিট) এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) এর আধিকারিকরা নমুনা এবং আঙুলের ছাপ সংগ্রহ করতে প্রজ্বলের সরকারি বাসভবনে যান। রাত থেকে বুধবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত এই অভিযান চালানো হয়। এফএসএল তিনটি শয়নকক্ষ থেকে বিছানা, চাদর, কম্বল, ন্যাপকিন এবং জামাকাপড়ের মতো নমুনা সংগ্রহ করেছে, যেখানে প্রজ্বল মহিলাদের যৌন হেনস্থা করেছিল বলে অভিযোগ।

এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বলের যৌন কেলেঙ্কারিকে ঘিরে মুখ পুড়েছে বিজেপির। ঘটনার পর পরই কূটনৈতিক ভিসা নিয়ে বিদেশে পালিয়ে যায় সাসপেন্ডেড সাংসদ। তার বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে। দুদিন আগে প্রজ্বল একটি ভিডিয়ো বার্তায় জানান, তিনি সিটের সঙ্গে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। এর সাসপেন্ডেড জেডিএস সাংসদ রেভান্না আসব বলে দুবার উড়ানের টিকিট বাতিল করেন।