পুবের কলম, ওয়েবডেস্ক: উন্নাও ধর্ষণ কাণ্ডে ‘দোষী’ কুলদীপ সেনগারের জামিনে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। একইসঙ্গে দিল্লি হাইকোর্টের যাবজ্জীবন কারাদণ্ড বাতিলের নির্দেশেও স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সোমবার শীর্ষ আদালতে দীর্ঘ সওয়াল জবাব চলে বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের সাজা স্থগিত ও জামিনে মুক্তির নির্দেশ নিয়ে। কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত এই রায় স্থগিত করেছে।
সোমবার আদালত জানিশেছে, উন্নাওয়ে নাবালিকা ধর্ষণ মামলায় দুই পক্ষের মতামত শোনা হয়েছে। সাধারণত কোনও অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তি জেল থেকে বেরিয়ে গেলে তার জামিন বাতিল করে না আদালত। কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই আলাদা। এই ক্ষেত্রে মুক্তি পাওয়া ব্যক্তি অন্য এক অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দেন, “সেকথা মাথায় রেখেই ২৩ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটা স্থগিত করা হচ্ছে। কুলদীপ সিং সেঙ্গারকে এখনই মুক্তি দেওয়া হবে না।” অর্থাৎ এখনই মুক্তি পাচ্ছে না কুলদীপ। তার জামিনের নির্দেশও আপাতত স্থগিত।





























