০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বালেশ্বর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৯, সিবিআইয়ের নজরদারিতে সহকারি স্টেশন মাস্টার সহ রেলের ৫ কর্মী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক:  বালেশ্বর দুর্ঘটনা এই শতাব্দীর সবচেয়ে রেল দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিবিআইয়ের আতসকাচের তলায় রয়েছেন রেলের পাঁচজন কর্মী। এই পাঁচজনকেই জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকেরা।  রেলের এক উর্ধ্বতন কর্মী জানিয়েছেন, এদের মধ্যে রয়েছেন সহকারি স্টেশন মাস্টার এসবি মোহান্তি সহ আরও চারজন রেলের কর্মী। এই চারজনই সিগন্যাল বিভাগের। এরা প্রত্যেকেই দুর্ঘটনার সময় বাহানাগা বাজার স্টেশনে কর্মরত ছিলেন। অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা সিবিআইয়ের নজরদারিতে রয়েছেন তাদের ঠিক কি কি প্রশ্ন করা হচ্ছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, তদন্তকারি অফিসারদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। যার মধ্যে অন্যতম, দুর্ঘটনায় কোনও যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল বিভ্রাট ছিল নাকি রেলের কোনও কর্মীর গাফিলতি ছিল। এর আগে তদন্তে নেমে একাধিক রেল কর্মীর ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারি আধিকারিকরা। খতিয়ে দেখা হয় তাঁদের কল রেকর্ডিংও। পাশাপাশি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পাইলটদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন বালেশ্বর ট্রেন দুর্ঘটনা ঘটে বাহানাগা বাজার স্টেশনে।  প্রাণহানি হয় ২৮৮ জনের, আহতের সংখ্যা ১১০০’র বেশি। মঙ্গলবার সকালে কটকের মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক যাত্রীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৯।

আরও পড়ুন: মণিপুরে গ্রেফতার ১১ সন্দেহভাজন জঙ্গি

প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ট্রেন যাওয়ার আগে সঠিকভাবে সেগুলি পরীক্ষা করা হয়নি। যে কারণে সিগন্যালিং বিভ্রাট হতে  পারে। সূত্রের খবর, সিবিআইয়ের নজরে থাকা পাঁচজনকে ঘটনার দিনের বিস্তারিত বিবরণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। কারুর বয়ানে অসঙ্গতি মনে হলে সেটিকে ফের খতিয়ে দেখা হচ্ছে। তবে এই জিজ্ঞাসাবাদ পর্ব নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকরা।ঘটনার পরে দুর্ঘটনাস্থল বাহানাগা বাজার একাধিকবার পরিদর্শন করে সিবিআই।  কেবলমাত্র সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি কিংবা যান্ত্রিক গোলোযোগই নয়, এই দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র কিংবা অন্তর্ঘাত রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সিবিআই। ইতিমধ্যেই রেলকর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকের কল লিস্ট। ঘটনার দিন কে কাকে কতবার ফোন করেছিলেন, হোয়াটস অ্যাপ মেসেজ গোটাটাই রয়েছে সিবিআইয়ের স্ক্যানারে।

আরও পড়ুন: অবশেষে গ্রেফতার পাথরপ্রতিমার বাজি বিস্ফোরনের আরেক মালিক তুষার বণিক

আরও পড়ুন: মণিপুরে ধৃত ৭ কেএনএ জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বালেশ্বর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৯, সিবিআইয়ের নজরদারিতে সহকারি স্টেশন মাস্টার সহ রেলের ৫ কর্মী

আপডেট : ১৩ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বালেশ্বর দুর্ঘটনা এই শতাব্দীর সবচেয়ে রেল দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিবিআইয়ের আতসকাচের তলায় রয়েছেন রেলের পাঁচজন কর্মী। এই পাঁচজনকেই জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকেরা।  রেলের এক উর্ধ্বতন কর্মী জানিয়েছেন, এদের মধ্যে রয়েছেন সহকারি স্টেশন মাস্টার এসবি মোহান্তি সহ আরও চারজন রেলের কর্মী। এই চারজনই সিগন্যাল বিভাগের। এরা প্রত্যেকেই দুর্ঘটনার সময় বাহানাগা বাজার স্টেশনে কর্মরত ছিলেন। অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা সিবিআইয়ের নজরদারিতে রয়েছেন তাদের ঠিক কি কি প্রশ্ন করা হচ্ছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, তদন্তকারি অফিসারদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। যার মধ্যে অন্যতম, দুর্ঘটনায় কোনও যান্ত্রিক ত্রুটি বা সিগন্যাল বিভ্রাট ছিল নাকি রেলের কোনও কর্মীর গাফিলতি ছিল। এর আগে তদন্তে নেমে একাধিক রেল কর্মীর ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারি আধিকারিকরা। খতিয়ে দেখা হয় তাঁদের কল রেকর্ডিংও। পাশাপাশি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পাইলটদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন বালেশ্বর ট্রেন দুর্ঘটনা ঘটে বাহানাগা বাজার স্টেশনে।  প্রাণহানি হয় ২৮৮ জনের, আহতের সংখ্যা ১১০০’র বেশি। মঙ্গলবার সকালে কটকের মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক যাত্রীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৯।

আরও পড়ুন: মণিপুরে গ্রেফতার ১১ সন্দেহভাজন জঙ্গি

প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ট্রেন যাওয়ার আগে সঠিকভাবে সেগুলি পরীক্ষা করা হয়নি। যে কারণে সিগন্যালিং বিভ্রাট হতে  পারে। সূত্রের খবর, সিবিআইয়ের নজরে থাকা পাঁচজনকে ঘটনার দিনের বিস্তারিত বিবরণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। কারুর বয়ানে অসঙ্গতি মনে হলে সেটিকে ফের খতিয়ে দেখা হচ্ছে। তবে এই জিজ্ঞাসাবাদ পর্ব নিয়ে এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারি আধিকারিকরা।ঘটনার পরে দুর্ঘটনাস্থল বাহানাগা বাজার একাধিকবার পরিদর্শন করে সিবিআই।  কেবলমাত্র সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি কিংবা যান্ত্রিক গোলোযোগই নয়, এই দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র কিংবা অন্তর্ঘাত রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সিবিআই। ইতিমধ্যেই রেলকর্মীদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকের কল লিস্ট। ঘটনার দিন কে কাকে কতবার ফোন করেছিলেন, হোয়াটস অ্যাপ মেসেজ গোটাটাই রয়েছে সিবিআইয়ের স্ক্যানারে।

আরও পড়ুন: অবশেষে গ্রেফতার পাথরপ্রতিমার বাজি বিস্ফোরনের আরেক মালিক তুষার বণিক

আরও পড়ুন: মণিপুরে ধৃত ৭ কেএনএ জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্র