০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হজ পালনে সউদিতে বাংলাদেশি রাষ্ট্রপতি

পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র হজ পালনে ১০ দিনের সফরে জেদ্দায় পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রাষ্ট্রপতি ও তাঁর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিবগণ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে হজ পালনে গিয়েছেন। শুক্রবার জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সউদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান। এরপর ভিভিআইপি প্রতিনিধিদলকে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে। হজের যাবতীয় প্রক্রিয়া শেষ করার পর প্রেসিডেন্ট সাহাবুদ্দিন ১ জুলাই নবী মুহাম্মদ সা.-র রওজা মোবারক জিয়ারত করতে মদিনায় যাবেন। সউদিতে ১০ দিনের সফর শেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি ২ জুলাই মদিনার আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

জেলবন্দী উমর খালিদকে চিঠি লিখলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজ পালনে সউদিতে বাংলাদেশি রাষ্ট্রপতি

আপডেট : ২৪ জুন ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: পবিত্র হজ পালনে ১০ দিনের সফরে জেদ্দায় পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রাষ্ট্রপতি ও তাঁর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিবগণ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে হজ পালনে গিয়েছেন। শুক্রবার জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সউদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান। এরপর ভিভিআইপি প্রতিনিধিদলকে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে। হজের যাবতীয় প্রক্রিয়া শেষ করার পর প্রেসিডেন্ট সাহাবুদ্দিন ১ জুলাই নবী মুহাম্মদ সা.-র রওজা মোবারক জিয়ারত করতে মদিনায় যাবেন। সউদিতে ১০ দিনের সফর শেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি ২ জুলাই মদিনার আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।