১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বারুইপুরে ধৃত বাংলাদেশি মহিলা

মারুফা খাতুন
- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 17
পুবের কলম প্রতিবেদক : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশি এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। গত মঙ্গলবার বারুইপুর থানার পুলিশ বারুইপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়া এলাকা থেকে শেখ সালমা বেগম (৪৫) নামে ওই মহিলাকে আটক করে।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং বাংলাদেশের পরিচয়পত্র। বাংলাদেশি পরিচয়পত্রে ঠিকানা রয়েছে দক্ষিণ নন্দনপুর, পোস্ট অফিস বেলফুলিয়া। ভারতীয় ও বাংলাদেশি দুই নথিতেই স্বামীর নাম শেখ গোলাম মোস্তফা। এতে প্রশ্ন উঠেছে, স্বামীর প্রকৃত নাগরিকত্ব নিয়ে।
সূত্রের খবর, দীর্ঘদিন ভারতেই থাকলেও সালমা ও তার স্বামী নিয়মিত বাংলাদেশে যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।