২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বসন্তের রঙে রাঙা বেলুড়: শহরেই পলাশের স্বপ্নরাজ্য

সাকিল আহমেদ: ‘শুধু তোমার জন্যে এই অরণ্যে পলাশ হয়েছে লাল।’ হ্যাঁ, আপনার জন্যে যেন পলাশ হয়েছে লাল। কাছে পিঠে অবাক বিস্ময়ে ফুটে আছে পলাশ, তবে তার সৌন্দর্য দেখতে আপনাকে যেতে হবে না অযোধ্যা পাহাড় কিংবা পুরুলিয়ার প্রত্যন্ত কোনও গ্রামে। যদি বসন্তের রঙ উপভোগ করতে চান, হাওড়ার বেলুড়েই পেয়ে যাবেন পলাশ ফুলের এক স্বপ্নরাজ্য।
দু’চোখ ভরে দেখবেন, গাছে গাছে লাল-হলুদ আগুনের মতো ফুটে আছে পলাশ, আর তার নিচে বিছিয়ে পড়েছে এক রঙিন গালিচা। বাতাসে হালকা মিষ্টি গন্ধ। শুনবেন নানা পাখির কলকাকলি; সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। বিশেষ করে সকালবেলা এলে পাখিদের কিচিরিচির আরও স্পষ্ট শোনা যাবে, আর ফ্রেমবন্দি করার মতো দৃশ্য পাবেন একের পর এক।
কিন্তু কীভাবে যাবেন? প্রথমে হাওড়া স্টেশন থেকে পূর্ব শাখার ট্রেনে উঠে নামতে হবে বেলুড় স্টেশনে। সেখান থেকে মাত্র ১০ টাকায় টোটোতে পৌঁছে যাবেন বেলুড় ইএসআই হাসপাতালের কাছে। হাসপাতালের পেছনের রাস্তায় পা রাখলেই চোখে পড়বে একাধিক পলাশ গাছ, যার সৌন্দর্য আপনাকে এক নিমেষে মুগ্ধ করবে।
কবিতার খাতায় পাতায় নিমেষে উঠে আসতে পারে কবিতার লাইন। আগুন ঝরবে আপনার বুকে। নিশ্চিত সুখে উপভোগ করুন পলাশের সৌন্দর্য। যত তাড়াড়ি পারেন এই আগুন রাঙা ফাগুনে ঘুরে আসুন বেলুড়।
এসএলআর ক্যামেরা কিংবা মোবাইলে যত খুশি ছবি তুলুন, চোখ ও মন ভরে উপভোগ করুন, আর পলাশের গালিচায় খালি পায়ে হাঁটুন, তবে প্রকৃতির এই সৌন্দর্য বজায় রাখতে গাছ থেকে ফুল ছিঁড়বেন না। আপনি সত্যিই আজ যেন পলাশ ডাঙ্গার যাত্রী।

 

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক
ট্যাগ :
সর্বধিক পাঠিত

অসমে অবৈধ দখলদার উচ্ছেদকে ঘিরে ব্যাপক হিংসা, মৃত ২, জারি কার্ফু-বন্ধ ইন্টারনেট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বসন্তের রঙে রাঙা বেলুড়: শহরেই পলাশের স্বপ্নরাজ্য

আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার

সাকিল আহমেদ: ‘শুধু তোমার জন্যে এই অরণ্যে পলাশ হয়েছে লাল।’ হ্যাঁ, আপনার জন্যে যেন পলাশ হয়েছে লাল। কাছে পিঠে অবাক বিস্ময়ে ফুটে আছে পলাশ, তবে তার সৌন্দর্য দেখতে আপনাকে যেতে হবে না অযোধ্যা পাহাড় কিংবা পুরুলিয়ার প্রত্যন্ত কোনও গ্রামে। যদি বসন্তের রঙ উপভোগ করতে চান, হাওড়ার বেলুড়েই পেয়ে যাবেন পলাশ ফুলের এক স্বপ্নরাজ্য।
দু’চোখ ভরে দেখবেন, গাছে গাছে লাল-হলুদ আগুনের মতো ফুটে আছে পলাশ, আর তার নিচে বিছিয়ে পড়েছে এক রঙিন গালিচা। বাতাসে হালকা মিষ্টি গন্ধ। শুনবেন নানা পাখির কলকাকলি; সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। বিশেষ করে সকালবেলা এলে পাখিদের কিচিরিচির আরও স্পষ্ট শোনা যাবে, আর ফ্রেমবন্দি করার মতো দৃশ্য পাবেন একের পর এক।
কিন্তু কীভাবে যাবেন? প্রথমে হাওড়া স্টেশন থেকে পূর্ব শাখার ট্রেনে উঠে নামতে হবে বেলুড় স্টেশনে। সেখান থেকে মাত্র ১০ টাকায় টোটোতে পৌঁছে যাবেন বেলুড় ইএসআই হাসপাতালের কাছে। হাসপাতালের পেছনের রাস্তায় পা রাখলেই চোখে পড়বে একাধিক পলাশ গাছ, যার সৌন্দর্য আপনাকে এক নিমেষে মুগ্ধ করবে।
কবিতার খাতায় পাতায় নিমেষে উঠে আসতে পারে কবিতার লাইন। আগুন ঝরবে আপনার বুকে। নিশ্চিত সুখে উপভোগ করুন পলাশের সৌন্দর্য। যত তাড়াড়ি পারেন এই আগুন রাঙা ফাগুনে ঘুরে আসুন বেলুড়।
এসএলআর ক্যামেরা কিংবা মোবাইলে যত খুশি ছবি তুলুন, চোখ ও মন ভরে উপভোগ করুন, আর পলাশের গালিচায় খালি পায়ে হাঁটুন, তবে প্রকৃতির এই সৌন্দর্য বজায় রাখতে গাছ থেকে ফুল ছিঁড়বেন না। আপনি সত্যিই আজ যেন পলাশ ডাঙ্গার যাত্রী।

 

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক