১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেঙ্গালুরুতে যানজট বিভ্রাট! রোগীর অস্ত্রোপচার করতে গাড়ি থেকে নেমে হাসপাতালে দৌড়ে পৌঁছলেন চিকিৎসক, ভাইরাল ভিডিও

পুবের কলম, ওয়েবডেস্ক: গাড়ি থেকে নেমে উর্ধশ্বাসে দৌড়চ্ছেন এক ব্যক্তি। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আচমকা তাকে দেখে পথচলতি মানুষ একটু হতবাক হয়ে গেলেও পরে জানা যায় রাস্তায় দৌড়নো ওই ব্যক্তি একজন শল্য চিকিৎসক। বেঙ্গালুরুর ঘটনা।

বেঙ্গালুরুর এই ট্রাফিক জ্যামের কথা কারুরু অজানা নয়। সেদিনও যানজটের কবলে পড়ে রাস্তায় আটকে পড়েন ওই শল্য চিকিৎসক। এর পর তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছন। সেইদিন একজন গলব্লাডার রোগীর অস্ত্রোপচার ছিল।   রোগী জীবন বাঁচাতে গাড়ি থেকে নেমে দৌড়তে থাকেন ওই চিকিৎসক।

ডাঃ গোবিন্দ নন্দকুমার গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জন। তিনি বেঙ্গালুরুর মণিপুর হাসপাতালে কর্মরত। ৩০ আগস্ট তিনি বেঙ্গালুরু ট্রাফিকজ্যামে সারজাপুর-মরাথাল্লি সড়কে যানজট আটকে পড়েছিলেন। সেইদিনই জরুরি বিভাগে ল্যাপরোস্কপি গলব্লাডার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অস্ত্রোপচারে একটু দেরি মহিলার রোগীর প্রাণহানির কারণ হতে পারে।  এই অবস্থায় ডাঃ নন্দকুমার গাড়ি থেকে নেমে হাসপাতালের উদ্দেশে দৌড়তে থাকেন। তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছে যান তিনি। হাসপাতালে পৌঁছে অস্ত্রোপচারটি সম্পূর্ণ করেন। ইন্সটাগ্রামে চিকিৎসকের সেই দৌড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে।

চিকিৎসক গোবিন্দ নন্দকুমার জানিয়েছেন, আমি প্রতিদিন সেন্ট্রাল বেঙ্গালুরু থেকে মনিপাল হাসপাতাল, সারজাপুর যাতায়াত করি। সেইদিন আমি বাড়ি থেকে সঠিক সময়ে বের হই, অস্ত্রোপচারের জন্য। আমার টিম হাসপাতালে প্রস্তুত ছিল অস্ত্রোপচারের জন্য। এদিকে বাড়ি থেকে বেরিয়ে পথে মারাত্মক যানজটে দেখে আমি আর বেশিক্ষণ চিন্তা করার সময় নিইনি। গাড়িটি চালকের কাছে দিয়ে আমি দৌড়তে শুরু করি। এদিকে ডাঃ নন্দকুমার টিম ততক্ষণে রোগীর অ্যানেস্থেশিয়া করেন। চিকিৎসক হাসপাতালে এসে পৌঁছে সটান অপারেশন থিয়েটারে পৌঁছে যান।

অস্ত্রোপচারের পোশাক পরে অপারেশন শুরু করেন ডাঃ গোবিন্দ নন্দকুমার। অস্ত্রোপচার সফল হয়। রোগীও তার কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  ডাঃ নন্দকুমার মণিপাল হাসপাতালের একজন ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। মহিলার রোগী বহুদিন ধরে গলব্লাডারের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। ওই দিন তার অস্ত্রোপচারের তারিখ ছিল। আর একটু দেরি হতেই রোগীর প্রাণহানি হতে পারত। নিজের কর্তব্যের কথা ভেবে হাসপাতালে দৌড়ে পৌঁছন তিনি। বিগত কয়েকদিন ধরেই টানা ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত বেঙ্গালুরু। পাল্লা দিয়ে বেড়েছে যানজট। বেঙ্গালুরু-মাইসুরু জাতীয় সড়কে ঘন্টার পর ঘন্টা গাড়ি যানজটে আটকে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কয়েকটি এলাকায় জমা জলের কারণে নৌকা করে সাধারণ মানুষকে যাতায়াত করতে দেখা গেছে।

 

 

সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেঙ্গালুরুতে যানজট বিভ্রাট! রোগীর অস্ত্রোপচার করতে গাড়ি থেকে নেমে হাসপাতালে দৌড়ে পৌঁছলেন চিকিৎসক, ভাইরাল ভিডিও

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গাড়ি থেকে নেমে উর্ধশ্বাসে দৌড়চ্ছেন এক ব্যক্তি। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আচমকা তাকে দেখে পথচলতি মানুষ একটু হতবাক হয়ে গেলেও পরে জানা যায় রাস্তায় দৌড়নো ওই ব্যক্তি একজন শল্য চিকিৎসক। বেঙ্গালুরুর ঘটনা।

 

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

View this post on Instagram

 

আরও পড়ুন: সুস্থ হচ্ছেন শ্রেয়স, হাসপাতাল থেকে বার্তা দিলেন

A post shared by Govind Nandakumar (@docgovind)

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

বেঙ্গালুরুর এই ট্রাফিক জ্যামের কথা কারুরু অজানা নয়। সেদিনও যানজটের কবলে পড়ে রাস্তায় আটকে পড়েন ওই শল্য চিকিৎসক। এর পর তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছন। সেইদিন একজন গলব্লাডার রোগীর অস্ত্রোপচার ছিল।   রোগী জীবন বাঁচাতে গাড়ি থেকে নেমে দৌড়তে থাকেন ওই চিকিৎসক।

ডাঃ গোবিন্দ নন্দকুমার গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জন। তিনি বেঙ্গালুরুর মণিপুর হাসপাতালে কর্মরত। ৩০ আগস্ট তিনি বেঙ্গালুরু ট্রাফিকজ্যামে সারজাপুর-মরাথাল্লি সড়কে যানজট আটকে পড়েছিলেন। সেইদিনই জরুরি বিভাগে ল্যাপরোস্কপি গলব্লাডার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অস্ত্রোপচারে একটু দেরি মহিলার রোগীর প্রাণহানির কারণ হতে পারে।  এই অবস্থায় ডাঃ নন্দকুমার গাড়ি থেকে নেমে হাসপাতালের উদ্দেশে দৌড়তে থাকেন। তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছে যান তিনি। হাসপাতালে পৌঁছে অস্ত্রোপচারটি সম্পূর্ণ করেন। ইন্সটাগ্রামে চিকিৎসকের সেই দৌড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে।

চিকিৎসক গোবিন্দ নন্দকুমার জানিয়েছেন, আমি প্রতিদিন সেন্ট্রাল বেঙ্গালুরু থেকে মনিপাল হাসপাতাল, সারজাপুর যাতায়াত করি। সেইদিন আমি বাড়ি থেকে সঠিক সময়ে বের হই, অস্ত্রোপচারের জন্য। আমার টিম হাসপাতালে প্রস্তুত ছিল অস্ত্রোপচারের জন্য। এদিকে বাড়ি থেকে বেরিয়ে পথে মারাত্মক যানজটে দেখে আমি আর বেশিক্ষণ চিন্তা করার সময় নিইনি। গাড়িটি চালকের কাছে দিয়ে আমি দৌড়তে শুরু করি। এদিকে ডাঃ নন্দকুমার টিম ততক্ষণে রোগীর অ্যানেস্থেশিয়া করেন। চিকিৎসক হাসপাতালে এসে পৌঁছে সটান অপারেশন থিয়েটারে পৌঁছে যান।

অস্ত্রোপচারের পোশাক পরে অপারেশন শুরু করেন ডাঃ গোবিন্দ নন্দকুমার। অস্ত্রোপচার সফল হয়। রোগীও তার কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  ডাঃ নন্দকুমার মণিপাল হাসপাতালের একজন ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। মহিলার রোগী বহুদিন ধরে গলব্লাডারের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। ওই দিন তার অস্ত্রোপচারের তারিখ ছিল। আর একটু দেরি হতেই রোগীর প্রাণহানি হতে পারত। নিজের কর্তব্যের কথা ভেবে হাসপাতালে দৌড়ে পৌঁছন তিনি। বিগত কয়েকদিন ধরেই টানা ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত বেঙ্গালুরু। পাল্লা দিয়ে বেড়েছে যানজট। বেঙ্গালুরু-মাইসুরু জাতীয় সড়কে ঘন্টার পর ঘন্টা গাড়ি যানজটে আটকে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কয়েকটি এলাকায় জমা জলের কারণে নৌকা করে সাধারণ মানুষকে যাতায়াত করতে দেখা গেছে।