পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার বিহারে ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর একাংশ। গঙ্গা নদীর উপর ওই সেতু তৈরি হচ্ছিল। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। প্রশাসনিক সূত্রে খবর, আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তারপরই ক্ষয়ক্ষতির বিষয়টি বোঝা যাবে। তবে রবিবারের ঘটনার পর সেতু নির্মাণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গত বছরের এপ্রিলে ওই সেতুটি ভেঙে পড়েছিল। সেই ঘটনার পর ১৪ মাস কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল সেতুর একাংশ।
এদিকে সেতু ভাঙার কারণে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে বিহারে। বিহারের বিরোধী দলনেতা বিজয়কুমার সিনহা এই ঘটনায় নীতিশ কুমার সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, কমিশন চাওয়ার একটা ট্রাডিশন তৈরি হয়েছে। ২০২২ সালে সুলতানগঞ্জ ও খাগারিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য চার লেনের এই সেতু তৈরি হচ্ছিল। সুলতানগঞ্জের দিকে তা ভেঙে পড়ে। জানা গিয়েছে, ৩.১ কিলোমিটার লম্বা সেতু তৈরি করছিল এসপি সিংলা কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। ১৭১০ কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি হচ্ছিল। ভাগলপুর প্রশাসন জানিয়েছে, ১০০ ফুটের কাঠামো বৃষ্টি ও ঝড়ের জন্য ভেঙে পড়েছে। এই ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার তদন্তের নির্দেশ দিয়েছেন। ডেপুটি ডিস্ট্রিক্ট কালেক্টর কুমার অনুরাগ বলেছেন, ‘আজ সন্ধ্যায় ওই নির্মায়মাণ সেতুটি ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। পুল নির্মাণ নিগমের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।’



















