২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ভোটার তালিকা সংস্কার নিয়ে এনডিএ সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ লালু প্রসাদ যাদবের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার
  • / 194

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত বিশেষ ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালু প্রসাদ যাদব এনডিএ সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অভিযোগ করেন— সরকার “গণতন্ত্রকে হত্যা” করছে এবং সংবিধানকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।

লালু যাদব এক্স (পূর্বের টুইটার) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন, যেখানে সংবিধানের মূলনীতিকে তুলে ধরা হয়েছে— “ভোটার সরকার বেছে নেয়”, তার পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি, যার ক্যাপশনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এখন সরকার নিজের ইচ্ছেমতো ভোটার বেছে নিতে চায়।

লালু লেখেন-“গণতন্ত্র হত্যাকারীরা এখন বাবাসাহেবের সংবিধানকে শেষ করে নিজেদের মতো ভোটার বেছে নিতে চাইছে।”
তাঁর অভিযোগ, বর্তমান সরকার গণতন্ত্র ও সংবিধানকে বিপন্ন করে তুলেছে।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

নির্বাচন কমিশনের এই বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীরা কেন্দ্র ও বিহার সরকারকে আক্রমণ করে অভিযোগ করছে, এটি দরিদ্র ভোটারদের নাম মুছে ফেলে আসন্ন নির্বাচনে কারচুপি করার পরিকল্পনার অংশ।

আরও পড়ুন: বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর

আরও পড়ুন: ঝাড়খণ্ড বিধানসভায় ভোটার তালিকার এস আই আর -এর বিরুদ্ধে প্রস্তাব পাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ভোটার তালিকা সংস্কার নিয়ে এনডিএ সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ লালু প্রসাদ যাদবের

আপডেট : ২৬ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিহারে নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত বিশেষ ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালু প্রসাদ যাদব এনডিএ সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে অভিযোগ করেন— সরকার “গণতন্ত্রকে হত্যা” করছে এবং সংবিধানকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।

লালু যাদব এক্স (পূর্বের টুইটার) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন, যেখানে সংবিধানের মূলনীতিকে তুলে ধরা হয়েছে— “ভোটার সরকার বেছে নেয়”, তার পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি, যার ক্যাপশনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এখন সরকার নিজের ইচ্ছেমতো ভোটার বেছে নিতে চায়।

লালু লেখেন-“গণতন্ত্র হত্যাকারীরা এখন বাবাসাহেবের সংবিধানকে শেষ করে নিজেদের মতো ভোটার বেছে নিতে চাইছে।”
তাঁর অভিযোগ, বর্তমান সরকার গণতন্ত্র ও সংবিধানকে বিপন্ন করে তুলেছে।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

নির্বাচন কমিশনের এই বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীরা কেন্দ্র ও বিহার সরকারকে আক্রমণ করে অভিযোগ করছে, এটি দরিদ্র ভোটারদের নাম মুছে ফেলে আসন্ন নির্বাচনে কারচুপি করার পরিকল্পনার অংশ।

আরও পড়ুন: বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর

আরও পড়ুন: ঝাড়খণ্ড বিধানসভায় ভোটার তালিকার এস আই আর -এর বিরুদ্ধে প্রস্তাব পাস