০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপির দুর্নীতি নিয়ে সরব, প্রিয়াঙ্কা গান্ধি-সহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর পুলিশের

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধি সহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সরকারের দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে প্রিয়াঙ্কা গান্ধি, কমল নাথ এবং অরুণ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইন্দোর পুলিশ।

 

আরও পড়ুন: আগামী বছর লোকসভা নির্বাচনে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন রাহুলই, দাবি কমলনাথের

শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধি এক ট্যুইটার পোস্টে দাবি করেন, মধ্যপ্রদেশের ঠিকাদাররা কাজ করার পর, তাদের টাকা পেতে হলে সরকারকে ৫০ শতাংশ কমিশন দিতে হয়। ঠিকাদারদের একটি সংগঠন হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠিও লিখেছে। প্রিয়াঙ্কার আরও অভিযোগ, বিজেপি শাসিত কর্ণাটক সরকারও ৪০% কমিশন নিত। মানুষ তাদের ক্ষমতাচ্যুত করেছে। এবার ৫০% কমিশন খাওয়া সরকারকে জনগণ ক্ষমতাচ্যুত করবে।

 

মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই দুর্নীতি নিয়ে মুখ খোলেন কংগ্রেস নেতারা। একই দুর্নীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে ট্যুইটারে সরব হয় কংগ্রেস নেতা কমল নাথ এবং অরুণ যাদব। সরকারের ভাবমূর্তি রক্ষা করতে তেড়ে আসেন ইন্দোর ইউনিটের বিজেপি নেতা নিমেশ পাঠক। প্রিয়াঙ্কা গান্ধি সহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ৪২০ এবং ৪৬৯ ধারায় মামলা রুজু করে ইন্দোর পুলিশ।

 

নিমেশ পাঠক অভিযোগ করেছেন, ‘কংগ্রেস নেতারা রাজ্যের বিজেপি সরকারকে দুর্নীতিতে জড়িত বলে মিথ্যা অভিযোগ করছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট করে রাজ্য সরকার এবং তার দলের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে কংগ্রেস।’

সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির দুর্নীতি নিয়ে সরব, প্রিয়াঙ্কা গান্ধি-সহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর পুলিশের

আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধি সহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সরকারের দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে প্রিয়াঙ্কা গান্ধি, কমল নাথ এবং অরুণ যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইন্দোর পুলিশ।

 

আরও পড়ুন: আগামী বছর লোকসভা নির্বাচনে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন রাহুলই, দাবি কমলনাথের

শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধি এক ট্যুইটার পোস্টে দাবি করেন, মধ্যপ্রদেশের ঠিকাদাররা কাজ করার পর, তাদের টাকা পেতে হলে সরকারকে ৫০ শতাংশ কমিশন দিতে হয়। ঠিকাদারদের একটি সংগঠন হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠিও লিখেছে। প্রিয়াঙ্কার আরও অভিযোগ, বিজেপি শাসিত কর্ণাটক সরকারও ৪০% কমিশন নিত। মানুষ তাদের ক্ষমতাচ্যুত করেছে। এবার ৫০% কমিশন খাওয়া সরকারকে জনগণ ক্ষমতাচ্যুত করবে।

 

মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই দুর্নীতি নিয়ে মুখ খোলেন কংগ্রেস নেতারা। একই দুর্নীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে ট্যুইটারে সরব হয় কংগ্রেস নেতা কমল নাথ এবং অরুণ যাদব। সরকারের ভাবমূর্তি রক্ষা করতে তেড়ে আসেন ইন্দোর ইউনিটের বিজেপি নেতা নিমেশ পাঠক। প্রিয়াঙ্কা গান্ধি সহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ৪২০ এবং ৪৬৯ ধারায় মামলা রুজু করে ইন্দোর পুলিশ।

 

নিমেশ পাঠক অভিযোগ করেছেন, ‘কংগ্রেস নেতারা রাজ্যের বিজেপি সরকারকে দুর্নীতিতে জড়িত বলে মিথ্যা অভিযোগ করছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট করে রাজ্য সরকার এবং তার দলের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে কংগ্রেস।’