গাজা, ১৭ নভেম্বর: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতাল কয়েকদিন ধরেই অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি সেনারা। এই অবস্থায় পানি ও খাবারের অভাবে হাসপাতালে থাকা বাস্তুচ্যুত মানুষ, রোগী ও চিকিৎসাকর্মীসহ ৭ হাজারেরও বেশি মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, আল-শিফা হাসপাতালে শিশুদের জন্য কোনও খাবার, পানি বা দুধ নেই। হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জীবনও ঝুঁকিতে রয়েছে। কারণ এই শিশুরা এখন আর ইনকিউবেটরের সুবিধা পাচ্ছে না। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের চালানো হামলায় গাজায় ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪,৭০০ শিশু রয়েছে।
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অবরুদ্ধ আল-শিফা হাসপাতাল, মৃত্যুর সঙ্গে লড়াই ৭ হাজার মানুষের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার
- 235
সর্বধিক পাঠিত


































