নিখোঁজ পদ্মশ্রী প্রাপক বিজ্ঞানীর দেহ নদী থেকে উদ্ধার

- আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
- / 98
পুবের কলম, ওয়েবডেস্ক: নিখোঁজ পদ্মশ্রী প্রাপক বিজ্ঞানী সুবান্না আয়াপ্পানকে কর্নাটকের নদীতে মৃত অবস্থায় উদ্ধার। ভারতীয় কৃষি গবেষণা পরিষদের প্রাক্তন প্রধান এবং পদ্মশ্রী পুরষ্কার প্রাপক বিজ্ঞানী ছিলেন সুব্বান্না আয়াপ্পান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শ্রীরঙ্গপত্তনের কাছে কাবেরী নদীতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, শনিবার লোকেরা নদীতে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। দেহটি উদ্ধার করা হয়। বিজ্ঞানীর দুই চাকার গাড়িটি নদীর তীরে পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান বিজ্ঞানী আয়াপ্পান নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন। পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে। বিজ্ঞানী সুব্বান্না আয়াপ্পান মাইসুরুর বিশ্বেশ্বর নগরের বাসিন্দা ছিলেন। ৭ মে থেকে আয়াপ্পান নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার মাইসুরুর বিদ্যারণ্যপুরম থানায় অভিযোগ দায়ের করে। শ্রীরঙ্গপত্তনের কাবেরী নদীর তীরে অবস্থিত সাইবাবা আশ্রমে আয়াপ্পান প্রায়শই ধ্যান করতেন বলে জানিয়েছে পুলিশ।