ব্রিটেনে বেড়েছে মুসলিম জনসংখ্যা

- আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রিটেনে প্রথমবারের মতো কমে গেছে খ্রিষ্টানদের সংখ্যা। সেদেশে খ্রিস্টানরা এখন সংখ্যালঘু হয়ে পড়েছে। আর মুসলিম ও হিন্দুদের সংখ্যা কিছুটা বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত এক আদমশুমারিতে এই তথ্য উঠে এসেছে। দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) ২০২১ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, ব্রিটেনের ৪৬ শতাংশেরও বেশি মানুষ খ্রিষ্টান। ২০১১ সালের পরিসংখ্যানে যা ছিল ৫৯.৩ শতাংশ। দেশটিতে নাস্তিক রয়েছে ৩৭.২ শতাংশ, যা গতবারের পরিসংখ্যানে ছিল ২৫.২ শতাংশ। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে মুসলিম ও হিন্দুদের সংখ্যা। ওএনএস জানায়, ‘ইংল্যান্ড এবং ওয়েলসে প্রথমবারের মতো জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে এসেছে খ্রিষ্টানদের সংখ্যা। জনসংখ্যার ৪৬.২ শতাংশ মানে ২৭.৫ মিলিয়ন মানুষ এখন নিজেদের খ্রিষ্টান পরিচয় দিচ্ছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৫৯.৩ শতাংশ বা ৩৩.৩ মিলিয়ন।’ সংস্থাটি আরও জানায়, ‘গতবারের তুলনায় এবার মুসলিমদের সংখ্যা বেড়েছে। ২০২১ সালে ব্রিটেনে মুসলিম ছিল মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ বা ৩.৯ মিলিয়ন। ২০১১ সালে যা ছিল ৪.৯ শতাংশ বা ২.৭ মিলিয়ন।’