০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পিছিয়ে গেল সিএএ মামলা, পরবর্তী শুনানি ৩১ আগস্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 18

পুবের কলম, ওয়েবডেস্ক:  সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনকে সিএএ চ্যালেঞ্জ করা মামলাগুলির শুনানি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ। এ দিন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে সিএএকে চ্যালেঞ্জ করা মামলাগুলির জবাব দিতে নির্দেশ দিয়েছে।

জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অসম এবং ত্রিপুরার সরকারকেও। এরপর বেঞ্চ মামলাটি স্থগিত করে দেয় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

এ দিন শুনানি শুরুতেই বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল বলেন, সিএএ আইনকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছে তাকে দু’ভাগে ভাগ করা যায়। সলিসিটার জেনারেল তুষার মেহতা কপিল সিব্বালের সঙ্গে সহমত পোষণ করেন। তিনি বলেন আদালতের শুনানি যাতে সহজ হয়, সেই কারণে মামলাগুলি আলাদা আলাদা শ্রেণিবদ্ধ করা প্রয়োজন। সিএএকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে অসম থেকেও। আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, অসমের আর্জিগুলির জবাবও আদালতে পেশ করেনি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

আদালতে এ দিন সিএএ-র বিরুদ্ধে যতগুলি আর্জি দাখিল হয়েছে তাদের পক্ষে প্রায় সব আইনজীবী এ দিন উপস্থিত ছিলেন। মামলাগুলির শ্রেণিভাগের প্রস্তাবটি এ দিন প্রধান বিচারপতির মনঃপুত হয়েছে। তবে কিছু আইনজীবীর ব্যস্ততা থাকায় মামলাগুলির শুনানি এ দিন শুরু করা যায়নি। মামলার পরবর্তী শুনানি হবে ৩১ অক্টোবর ২০২২।

আরও পড়ুন: উমর খালিদের জামিনের আবেদনের শুনানি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিছিয়ে গেল সিএএ মামলা, পরবর্তী শুনানি ৩১ আগস্ট

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনকে সিএএ চ্যালেঞ্জ করা মামলাগুলির শুনানি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ। এ দিন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে সিএএকে চ্যালেঞ্জ করা মামলাগুলির জবাব দিতে নির্দেশ দিয়েছে।

জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অসম এবং ত্রিপুরার সরকারকেও। এরপর বেঞ্চ মামলাটি স্থগিত করে দেয় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

এ দিন শুনানি শুরুতেই বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল বলেন, সিএএ আইনকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছে তাকে দু’ভাগে ভাগ করা যায়। সলিসিটার জেনারেল তুষার মেহতা কপিল সিব্বালের সঙ্গে সহমত পোষণ করেন। তিনি বলেন আদালতের শুনানি যাতে সহজ হয়, সেই কারণে মামলাগুলি আলাদা আলাদা শ্রেণিবদ্ধ করা প্রয়োজন। সিএএকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে অসম থেকেও। আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, অসমের আর্জিগুলির জবাবও আদালতে পেশ করেনি কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

আদালতে এ দিন সিএএ-র বিরুদ্ধে যতগুলি আর্জি দাখিল হয়েছে তাদের পক্ষে প্রায় সব আইনজীবী এ দিন উপস্থিত ছিলেন। মামলাগুলির শ্রেণিভাগের প্রস্তাবটি এ দিন প্রধান বিচারপতির মনঃপুত হয়েছে। তবে কিছু আইনজীবীর ব্যস্ততা থাকায় মামলাগুলির শুনানি এ দিন শুরু করা যায়নি। মামলার পরবর্তী শুনানি হবে ৩১ অক্টোবর ২০২২।

আরও পড়ুন: উমর খালিদের জামিনের আবেদনের শুনানি