১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 190

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের অপসারণ নিয়ে কেন্দ্রের নতুন প্রস্তাবিত বিল নিয়ে তীব্র আপত্তি জানালেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi) । তিনি প্রশ্ন তোলেন “সংবিধানে স্পষ্ট লেখা আছে, রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তাহলে কীভাবে রাষ্ট্রপতি (President ) প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করতে পারেন?”

 

আরও পড়ুন: একলা চলো নীতি, বিহার নির্বাচনে একাই লড়বে মিম: বার্তা ওয়েইসির

মার্কিন কাঁটা সত্বেও বিকল্প পথে রফতানি চলবে: Piyush Goyal

 

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

প্রস্তাবিত আইনে (Constitutionality Of Bill) বলা হয়েছে, যদি কোনও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী (PM, CM) গুরুতর অপরাধে অভিযুক্ত হন এবং টানা ৩০ দিন কারাগারে থাকেন, তবে রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারবেন। ওয়াইসির দাবি, এই আইন কার্যকর হলে রাজ্যের ক্ষমতা ক্ষুণ্ণ হবে। তাঁর মতে,“কেন্দ্র চাইলে চার-পাঁচজন রাজ্য মন্ত্রীকে গ্রেফতার করে পুরো সরকারকেই ফেলে দিতে পারবে। এতে নির্বাচিত সরকারের স্বাধীনতা থাকবে না।” ওয়াইসি (Asaduddin Owaisi )আরও বলেন,”এটি আসলে নির্বাচিত সরকারের জন্য মৃত্যুঘণ্টা। জনগণের ভোটে গঠিত সরকারকে এভাবে নিয়ন্ত্রণ করলে শক্তির বিভাজন ভেঙে পড়বে এবং মানুষের সরকার বেছে নেওয়ার অধিকার দুর্বল হবে।”

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

এই বিল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে সংবিধানবিরোধী বলে দাবি করছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের অপসারণ নিয়ে কেন্দ্রের নতুন প্রস্তাবিত বিল নিয়ে তীব্র আপত্তি জানালেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) chief Asaduddin Owaisi) । তিনি প্রশ্ন তোলেন “সংবিধানে স্পষ্ট লেখা আছে, রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তাহলে কীভাবে রাষ্ট্রপতি (President ) প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করতে পারেন?”

 

আরও পড়ুন: একলা চলো নীতি, বিহার নির্বাচনে একাই লড়বে মিম: বার্তা ওয়েইসির

মার্কিন কাঁটা সত্বেও বিকল্প পথে রফতানি চলবে: Piyush Goyal

 

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

প্রস্তাবিত আইনে (Constitutionality Of Bill) বলা হয়েছে, যদি কোনও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী (PM, CM) গুরুতর অপরাধে অভিযুক্ত হন এবং টানা ৩০ দিন কারাগারে থাকেন, তবে রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারবেন। ওয়াইসির দাবি, এই আইন কার্যকর হলে রাজ্যের ক্ষমতা ক্ষুণ্ণ হবে। তাঁর মতে,“কেন্দ্র চাইলে চার-পাঁচজন রাজ্য মন্ত্রীকে গ্রেফতার করে পুরো সরকারকেই ফেলে দিতে পারবে। এতে নির্বাচিত সরকারের স্বাধীনতা থাকবে না।” ওয়াইসি (Asaduddin Owaisi )আরও বলেন,”এটি আসলে নির্বাচিত সরকারের জন্য মৃত্যুঘণ্টা। জনগণের ভোটে গঠিত সরকারকে এভাবে নিয়ন্ত্রণ করলে শক্তির বিভাজন ভেঙে পড়বে এবং মানুষের সরকার বেছে নেওয়ার অধিকার দুর্বল হবে।”

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

এই বিল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে সংবিধানবিরোধী বলে দাবি করছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।