প্রাথমিকে টেটের উত্তরপত্র যাচাইয়ের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা

- আপডেট : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 12
পুবের কলম প্রতিবেদক: প্রাথমিকে টেটের উত্তরপত্র যাচাইয়ের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
যাঁরা ২০২২ সালের ১১ ডিসেম্বর ‘টিচার এলিজিবিলিটি টেস্ট’ টেট)-এ অংশগ্রহণ করেছিলেন, সেইসব পরীক্ষার্থীরা চাইলেই নিজেদের উত্তরপত্র যাচাই করার সুযোগ পাবেন।
পর্ষদের একটি পোর্টাল ও ওয়েবসাইটে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। আজ, শুক্রবার বিকেল ৫টা থেকে ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উত্তরপত্র যাচাই করার আবেদন জানানো যাবে। তবে এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ১০০০ টাকা খরচ করতে হবে। পুরো পদ্ধতিই হবে অনলাইনে। পর্ষদের এক আধিকারিকের কথায়, ‘রাজ্য সরকার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি রুখতে বদ্ধপরিকর। তাই প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, তাই আগে থেকেই এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ।