১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবসাদের জের: চার সহকর্মী কে হত্যা করে আত্মঘাতী বিএস এফ জওয়ান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার
  • / 61

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল অমৃতসর।খাসায় গুলি করে নিজের পাঁচ সহকর্মীকে হত্যা করলেন এক বিএসএফ জওয়ান। নিজেও আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। গুরুতর জখম হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১জন জওয়ান, ওই জওয়ানের গুলিতে আহত হয়েছেন আরও ১০ জন।

এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে খাসা বিএসএফ ক্যাম্পে। নির্দেশ দেওয়া হয়েছে  কোর্ট অফ এনকোয়ারির।

আরও পড়ুন: ফের হরিয়ানায় আত্মঘাতী পুলিশকর্তা, ১০ দিনে তিন পুলিশকর্তা আত্মহত্যা

রবিবার বিএসএফের তরফে জানানো হয় , খাসার ১৪৪ নম্বর ব্যটেলিয়নে কনস্টেবল সত্তেপার গুলিতে চারজন জওয়ান শহিদ হয়েছেন। জওয়ান সত্তেপাও আত্মঘাতী হন। সূত্রের খবর, কনস্টেবল সত্তেপার সঙ্গে মেসেরই কয়েকজন জওয়ানের কথা কাটাকাটি হয়। তখনই আচমকা নিজের একে ৪৭ রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ।

আরও পড়ুন: দাম্পত্য কলহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দম্পতির

অবসাদের বশবর্তী হয়ে এই কাজ করেছেন ওই জওয়ান বলে বিএসএফ সূত্রের খবর।

আরও পড়ুন: ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

বিএসএফ শীর্ষ কর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন একটি দুর্ভাগ্যজনক ঘটনায়, ৬ মার্চ, রবিবার অমৃতসরের সদর দফতর ১৪৪ বিএন খাসাতে সিটি সাত্তেপ্পা এস গুলি চালালে আহত হন বেশ কয়েকজন বিএসএফ জওয়ান।সাত্তেপা নিজেও আত্মঘাতী হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে সিটি সত্তেপ্পা সহ পাঁচ জন প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, আহতদের সবাইকে অমৃতসরের গুরু নানক  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে গুলি চালানোর আগে ক্ষুদ্ধ সত্তেপা চিৎকার করে বলছিলেন তাঁকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। তিনি দীর্ঘদিন কোন ছুটি পাননি বলেও অভিযোগ করছিলেন। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিজের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে তাঁর বাদানুবাদ হয় বলেও জানা যাচ্ছে।  খবর পেয়ে পুলিশ ও বিএসএফের  ঊর্ধ্বতন অফিসাররা  ঘটনাস্থলে পৌঁছান। আহতদের সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য  পাঠানো হয়েছে নিহতদের দেহ। নিহত ও আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবসাদের জের: চার সহকর্মী কে হত্যা করে আত্মঘাতী বিএস এফ জওয়ান

আপডেট : ৬ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল অমৃতসর।খাসায় গুলি করে নিজের পাঁচ সহকর্মীকে হত্যা করলেন এক বিএসএফ জওয়ান। নিজেও আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। গুরুতর জখম হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১জন জওয়ান, ওই জওয়ানের গুলিতে আহত হয়েছেন আরও ১০ জন।

এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে খাসা বিএসএফ ক্যাম্পে। নির্দেশ দেওয়া হয়েছে  কোর্ট অফ এনকোয়ারির।

আরও পড়ুন: ফের হরিয়ানায় আত্মঘাতী পুলিশকর্তা, ১০ দিনে তিন পুলিশকর্তা আত্মহত্যা

রবিবার বিএসএফের তরফে জানানো হয় , খাসার ১৪৪ নম্বর ব্যটেলিয়নে কনস্টেবল সত্তেপার গুলিতে চারজন জওয়ান শহিদ হয়েছেন। জওয়ান সত্তেপাও আত্মঘাতী হন। সূত্রের খবর, কনস্টেবল সত্তেপার সঙ্গে মেসেরই কয়েকজন জওয়ানের কথা কাটাকাটি হয়। তখনই আচমকা নিজের একে ৪৭ রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ।

আরও পড়ুন: দাম্পত্য কলহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দম্পতির

অবসাদের বশবর্তী হয়ে এই কাজ করেছেন ওই জওয়ান বলে বিএসএফ সূত্রের খবর।

আরও পড়ুন: ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

বিএসএফ শীর্ষ কর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন একটি দুর্ভাগ্যজনক ঘটনায়, ৬ মার্চ, রবিবার অমৃতসরের সদর দফতর ১৪৪ বিএন খাসাতে সিটি সাত্তেপ্পা এস গুলি চালালে আহত হন বেশ কয়েকজন বিএসএফ জওয়ান।সাত্তেপা নিজেও আত্মঘাতী হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে সিটি সত্তেপ্পা সহ পাঁচ জন প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, আহতদের সবাইকে অমৃতসরের গুরু নানক  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে গুলি চালানোর আগে ক্ষুদ্ধ সত্তেপা চিৎকার করে বলছিলেন তাঁকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। তিনি দীর্ঘদিন কোন ছুটি পাননি বলেও অভিযোগ করছিলেন। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিজের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে তাঁর বাদানুবাদ হয় বলেও জানা যাচ্ছে।  খবর পেয়ে পুলিশ ও বিএসএফের  ঊর্ধ্বতন অফিসাররা  ঘটনাস্থলে পৌঁছান। আহতদের সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য  পাঠানো হয়েছে নিহতদের দেহ। নিহত ও আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা।