১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিবিএসই দ্বাদশের  ফলাফলঃ প্রথম বুলন্দশহরের তানিয়া, মেধা তালিকায় কলকাতার জাহ্নবী ও অভিরা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার
  • / 21

তানিয়া সিং

পুবের কলম প্রতিবেদক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)র দ্বাদশ শ্রেণির ফলাফলে পাশের হারের নিরিখে ছাত্রদের থেকে ভালো ফল করল ছাত্রীরা। এবারের সিবিএসই টার্ম ১ ও টার্ম ২ পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ। টার্ম ২-র পরীক্ষা হয়েছিল অফলাইনে। গত ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ছেলেদের পাশের হার ৯১.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থীদের মধ্যে পাশের শতাংশ এবার ৯২.৭১। বোর্ডের তরফে জানানো হয়েছে, এবছরের পরীক্ষায় ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। পাশের হারে এগিয়ে তারা। ছাত্রীদের পাশের হার ৯৪.৫৪ শতাংশ। সেখানে ছাত্রদের পাশের হার ৯১.২৫ শতাংশ। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.gov.in   এ গিয়ে ফলাফল জানা যাবে। এছাড়াও www.result.cbse.nic.in এও ফল দেখা যাবে।

সিবিএসই’র ফলাফলে ৯৯ শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছেন কলকাতার দুই ছাত্রী। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী বিজ্ঞান বিভাগের জাহ্নবী সাউ এবং কলা বিভাগের অভিয়া রায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৪৯৫ ( ৯৯ শতাংশ)।

আরও পড়ুন: জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

সফল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

অভিয়া রায় জানান, এনসিইআরটি-র বইগুলো খুঁটিয়ে পড়া হয়েছিল। সেখান থেকে নোটস বানিয়ে লিখে পড়া। পাশাপাশি প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক বছর সিবিএসই-র সব কটি প্রশ্নপত্রের উত্তরও তৈরি করা হয়েছিল। সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় সাহায্য তো ছিলই। তবে নিজের পরিশ্রমের উপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছেন ওভিয়া।  কলা শাখায় ভালো ফলাফল করতে হলে কনসেপ্ট বা বিষয়বস্তুটা বোঝা দরকার। তার পর তা নিজের ভাষায় লিখলে নিশ্চয়ই ভালো নম্বর পাওয়া যায়। মনোবিজ্ঞান নিয়ে লেখাপড়া করতে চান তিনি।  অভিয়া ইংরেজিতে ৯৮, রাষ্ট্রবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, লিগাল স্টাডিজে ৯৯ এবং মনোবিজ্ঞানে ১০০ অর্থাৎ ফুল স্কোর।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে

এবার পাশের হার হয়েছে ৯২.৭১ শতাংশ। দেশে প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের  বুলন্দশহরের তানিয়া সিং। তানিয়া ৫০০ নম্বরের পরীক্ষায় ‘ফুল মার্কস’ ৫০০ পেয়েছেন। দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী তানিয়া। ডিপিএসের  প্রিন্সিপাল ইতিমধ্যে নিশ্চিত করেছেন সিবিএসই’র দ্বাদশের পরীক্ষায় গোটা দেশে প্রথম হয়েছেন তানিয়া। পাশাপাশি নয়ডার  অ্যামিটি স্কুলের ছাত্রী যুবাক্ষী ভিগও ৫০০-তে ৫০০ পেয়ে অনন্য নজির গড়েছেন বলে জানা গিয়েছে। বোর্ডের পরীক্ষায় তাঁর বিষয় ছিল ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান ও চিত্রকলা। সব কটি বিষয়ে ১০০-তে মধ্যে ১০০ নম্বর পেয়েছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিএসই দ্বাদশের  ফলাফলঃ প্রথম বুলন্দশহরের তানিয়া, মেধা তালিকায় কলকাতার জাহ্নবী ও অভিরা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)র দ্বাদশ শ্রেণির ফলাফলে পাশের হারের নিরিখে ছাত্রদের থেকে ভালো ফল করল ছাত্রীরা। এবারের সিবিএসই টার্ম ১ ও টার্ম ২ পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ। টার্ম ২-র পরীক্ষা হয়েছিল অফলাইনে। গত ২৬ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ছেলেদের পাশের হার ৯১.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থীদের মধ্যে পাশের শতাংশ এবার ৯২.৭১। বোর্ডের তরফে জানানো হয়েছে, এবছরের পরীক্ষায় ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। পাশের হারে এগিয়ে তারা। ছাত্রীদের পাশের হার ৯৪.৫৪ শতাংশ। সেখানে ছাত্রদের পাশের হার ৯১.২৫ শতাংশ। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.gov.in   এ গিয়ে ফলাফল জানা যাবে। এছাড়াও www.result.cbse.nic.in এও ফল দেখা যাবে।

সিবিএসই’র ফলাফলে ৯৯ শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছেন কলকাতার দুই ছাত্রী। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী বিজ্ঞান বিভাগের জাহ্নবী সাউ এবং কলা বিভাগের অভিয়া রায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৪৯৫ ( ৯৯ শতাংশ)।

আরও পড়ুন: জওয়ান ‘পুনম সাউকে ফিরিয়ে আনতেই হবে’ বললেন মুখ্যমন্ত্রী

সফল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

অভিয়া রায় জানান, এনসিইআরটি-র বইগুলো খুঁটিয়ে পড়া হয়েছিল। সেখান থেকে নোটস বানিয়ে লিখে পড়া। পাশাপাশি প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক বছর সিবিএসই-র সব কটি প্রশ্নপত্রের উত্তরও তৈরি করা হয়েছিল। সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় সাহায্য তো ছিলই। তবে নিজের পরিশ্রমের উপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছেন ওভিয়া।  কলা শাখায় ভালো ফলাফল করতে হলে কনসেপ্ট বা বিষয়বস্তুটা বোঝা দরকার। তার পর তা নিজের ভাষায় লিখলে নিশ্চয়ই ভালো নম্বর পাওয়া যায়। মনোবিজ্ঞান নিয়ে লেখাপড়া করতে চান তিনি।  অভিয়া ইংরেজিতে ৯৮, রাষ্ট্রবিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, লিগাল স্টাডিজে ৯৯ এবং মনোবিজ্ঞানে ১০০ অর্থাৎ ফুল স্কোর।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে

এবার পাশের হার হয়েছে ৯২.৭১ শতাংশ। দেশে প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের  বুলন্দশহরের তানিয়া সিং। তানিয়া ৫০০ নম্বরের পরীক্ষায় ‘ফুল মার্কস’ ৫০০ পেয়েছেন। দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী তানিয়া। ডিপিএসের  প্রিন্সিপাল ইতিমধ্যে নিশ্চিত করেছেন সিবিএসই’র দ্বাদশের পরীক্ষায় গোটা দেশে প্রথম হয়েছেন তানিয়া। পাশাপাশি নয়ডার  অ্যামিটি স্কুলের ছাত্রী যুবাক্ষী ভিগও ৫০০-তে ৫০০ পেয়ে অনন্য নজির গড়েছেন বলে জানা গিয়েছে। বোর্ডের পরীক্ষায় তাঁর বিষয় ছিল ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান ও চিত্রকলা। সব কটি বিষয়ে ১০০-তে মধ্যে ১০০ নম্বর পেয়েছেন।