দিল্লি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হলেন কেন্দ্রীয় আইন সচিব

- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হলেন কেন্দ্রীয় আইন সচিব অনুপ কুমার মেন্দিরাত্তা। এই প্রথম একজন কেন্দ্রীয় আইন সচিবকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল। ২০১৯ সালে আইন সচিব হিসেবে নিযুক্ত হন তিনি। তার আগে মোন্দিরাত্তা দিল্লির একজন বিচারবিভাগীয় কর্মকর্তা ছিলেন। এমনকী অনুপ কুমার মেন্দিরাত্তা যখন একজন জেলা ও দায়রা হিসেবে কর্মরত ছিলেন তখনই তিনি কেন্দ্রীয় আইন সচিব হিসেবে নিযুক্ত হন।
আইন মন্ত্রকের বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় আইন সচিব অনুপ কুমার মেন্দিরাত্তাকে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে। মেন্দিরাত্তা ছাড়াও আরও তিন বিচার বিভাগীয় কর্মকর্তা নীনা বনসাল কৃষ্ণ, দীনেশ কুমার শর্মা এবং সুধীর কুমার জৈনকে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে। বিচার বিভাগের তরফ থেকে ট্যুইট করে শুক্রবার এই খবর জানানো হয়।