০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ হল রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকাল, ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হলেন চার্লস

পুবের কলম ওয়েবডেস্ক: ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন দ্বিতীয় রানি এলিজাবেথ। দীর্ঘদিন তিনি অসুস্থ থাকার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়ের অসুস্থতার খবর পেয়েই বালমোরাল প্রাসাদে পৌঁছে যান রানির চার ছেলে-মেয়ে যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও পৌঁছান। আমেরিকা থেকে ছুটে আসেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান। তারপরই আসে রানির মৃত্যুর খবর।
নিয়ম অনুযায়ী পরিবারের বড় ছেলে যুবরাজ চার্লসই হলেন ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথ দেশের রাজা। ‘কুইন কনসর্ট’ হলেন তাঁর স্ত্রী ক্যামিলা।
৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে তাঁর বড় ছেলে উইলিয়ামের মাথায়।
রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রাজা ঘোষণা করা হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শেষ হল রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকাল, ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হলেন চার্লস

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন দ্বিতীয় রানি এলিজাবেথ। দীর্ঘদিন তিনি অসুস্থ থাকার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়ের অসুস্থতার খবর পেয়েই বালমোরাল প্রাসাদে পৌঁছে যান রানির চার ছেলে-মেয়ে যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও পৌঁছান। আমেরিকা থেকে ছুটে আসেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান। তারপরই আসে রানির মৃত্যুর খবর।
নিয়ম অনুযায়ী পরিবারের বড় ছেলে যুবরাজ চার্লসই হলেন ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথ দেশের রাজা। ‘কুইন কনসর্ট’ হলেন তাঁর স্ত্রী ক্যামিলা।
৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে তাঁর বড় ছেলে উইলিয়ামের মাথায়।
রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রাজা ঘোষণা করা হবে।