ব্রিটেন সফরে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তামিল ভাষাতেই বক্তৃতা
- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 180
পুবের কলম ওয়েবডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন। এই সফরের মূল উদ্দেশ্য তামিলনাড়ু ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করা। সফরকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এবং একাধিক কর্মসূচিতে অংশ নেন।
৪ সেপ্টেম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে ‘দ্রাবিড়ীয় আন্দোলনের শতবর্ষ’ উপলক্ষ্যে বক্তৃতা দেবেন ও সমাজসংস্কারক ই ভি রামাস্বামীর প্রতিকৃতি উন্মোচন করবেন। এছাড়া সেন্ট অ্যান্টনিস কলেজে তামিল ভাষায় বক্তব্য রাখবেন তিনি। ৬ সেপ্টেম্বর লন্ডনে ‘মাপেরুম তামিল কানাভু’ অনুষ্ঠানে প্রবাসী তামিলদের সঙ্গে দেখা করবেন।
ওয়াকিবহাল মহল মনে করছে, হিন্দি আধিপত্যবাদের বিরোধিতার আবহে স্ট্যালিনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।






























