হাসপাতাল থেকে শিশু চুরি, উদ্ধার এক ঘণ্টায়, ধৃত ১

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 62
নসিবুদ্দিন সরকার, হুগলি: শ্রীরামপুর ওয়ালস সরকারি হাসপাতালে সদ্যোজাত শিশু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে এক কন্যা সন্তান চুরি যায়, তবে সৌভাগ্যবশত এক ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সূত্রে জানা গেছে, কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি বৃহস্পতিবার সকালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। বুধবার তার ছুটি হওয়ার পর পরিবার গাড়ি আনতে গেলে, একজন অচেনা মহিলা নেহার কাছ থেকে কৌশলে সদ্যোজাতকে চেয়ে নেন। সদ্য মা হওয়া নেহা কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে নিয়ে চম্পট দেয় ওই মহিলা।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নামে। হাসপাতাল চত্বর ও আশপাশে চিরুনি তল্লাশি চালানো হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে নওগার মোড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত জরিনা বেগমকে, যার বাড়ি জাঙ্গিপাড়া থানার ফুরফুরায়। সন্তান ফিরে পেয়ে নেহা ও তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের উদ্দেশ্য ও মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতাল চত্বরে।