বিমানবন্দরে রেকর্ড মাদক উদ্ধার! ধৃত ৩ বিদেশির কাছে উদ্ধার ১৬ কেজি হিরোইন
- আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার
- / 205
পুবের কলম প্রতিবেদকঃ বিপুল পরিমাণে হিরোইন সহ কলকাতা বিমানবন্দরে গ্রেফতার তিন বিদেশি নাগরিক। ধৃতেরা ২ মহিলা-সহ মোট ৩ জন। সেই তালিকায় এক পুরুষ এবং একজন মহিলা কেনিয়ার নাগরিক। আর অপরজন মালয়েশিয়ার বাসিন্দা। বিমানবন্দর সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত যাত্রীদের ধরতে ওত পেতে ছিল বিমানবন্দরের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। শনিবার উড়ানটিকি আফ্রিকা থেকে দুবাই হয়ে কলকাতার মাটিতে নামতেই অভিযুক্ত যাত্রীদের পাকড়াও করে রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। প্রথমে আটক করে অভিযুক্ত বিদেশি যাত্রীদের ৪ টি টলিব্যাগ তল্লাশি শুরু হয়। সেই লাগেজ থেকে প্লাস্টিক ভর্তি ১৪ প্যাকেট হিরোইন বাজেয়াপ্ত হয়েছে। যার ওজন ১৬.১৪৫ কেজি। ওই মাদক উদ্ধারের ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, একসঙ্গে এত পরিমান মাদক উদ্ধার, যা কিনা বিমানবন্দরের ইতিহাসে রেকর্ড। জানা গেছে, উদ্ধার হওয়া ওই হিরোইনের বর্তমান বাজার মূল্য ১১৩ কোটি টাকা।
বিমানবন্দর সূত্রে খবর, ধৃতেরা দুজনে ভারতে এসেছে মেডিকেল ভিসায়। আর একজনের ছিল বিজনেস ভিসা। তবে বৈধ ভিসা ব্যবহার করে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণের হিরোইন কোথা থেকে এসেছে? বা পাচারের উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কিংবা এই মাদক পাচার চক্রের সঙ্গে এদেশের কেউ জড়িত আছে কিনা। ধৃত বিদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তার জানার চেষ্টা করছি তদন্তকারী আধিকারিকরা।





















































