০৫ জানুয়ারী ২০২৬, সোমবার, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান চীনের

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে কড়া ভাষায় নিন্দা করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে মাদুরো দম্পতির জোরপূর্বক আটক ও দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

চীন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মাদুরো ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। পাশাপাশি ভেনেজুয়েলার সরকার উৎখাতের যে কোনো চেষ্টা বন্ধ করে সমস্যার সমাধানে সংলাপ ও আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাদুরো দম্পতিকে আমেরিকার আইনের আওতায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক তৈরি হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মুখ্যমন্ত্রীর জন্মদিনে সাগরবাসীরা উপহার পেল গঙ্গাসাগর সেতু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তির আহ্বান চীনের

আপডেট : ৪ জানুয়ারী ২০২৬, রবিবার

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে কড়া ভাষায় নিন্দা করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে মাদুরো দম্পতির জোরপূর্বক আটক ও দেশ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

চীন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই মাদুরো ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। পাশাপাশি ভেনেজুয়েলার সরকার উৎখাতের যে কোনো চেষ্টা বন্ধ করে সমস্যার সমাধানে সংলাপ ও আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাদুরো দম্পতিকে আমেরিকার আইনের আওতায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক তৈরি হয়েছে।