০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে এয়ার ইন্ডিয়া ফিরে এল টাটা সংস্থা’র হাতে, টাটা সন্সকে অভিনন্দন অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 63

পুবের কলম, ওয়েবডেস্কঃ অবশেষে সম্পন্ন হল এয়ার ইন্ডিয়ার হস্তান্তর প্রক্রিয়া। টাটা সন্সের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল মহারাজা-কে। প্রায় ৬৯ বছর পর এয়ার ইন্ডিয়াকে আনুষ্ঠানিকভাবে ফিরে পেল তার প্রকৃত প্রতিষ্ঠাতা টাটা সংস্থা। একসময় টাটা-র হাত ধরেই এয়ার ইন্ডিয়ার পথ চলা শুরু হয়েছিল। টাটার হাতে হস্তান্তর করা হল সংস্থার ১০০ শতাংশ শেয়ার ও দেওয়া হল ম্যানজমেন্টের নিয়ন্ত্রণ। এই হস্তান্তরের পর টাটা সন্সকে শুভেচ্ছা জানান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর টাটা সন্সের মুখপাত্র জানিয়েছেন, যে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন। এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়ার নতুন মালিক টেলেস প্রাইভেট লিমিটেডের হাতে সব শেয়ার হস্তান্তর করা হয়ে গিয়েছে।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, ‘আমরা অত্যন্ত খুশি যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। টাটা গ্রুপে এয়ার ইন্ডিয়াকে ফিরে পেয়ে খুশি আমরা। বিশ্বমানের উড়ান সংস্থায় পরিণত করার জন্য আমরা সকলের সঙ্গে করার জন্য উদগ্রীব’।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

কেন্দ্রের তরফে জানানো হয়েছে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পুরো শেয়ার তুলে দেওয়া হয়েছে টাটার হাতে। সংস্থার ১২ হাজার কর্মীকে বহাল রাখবে টাটা। প্রায় ৭০ হাজার কোটি টাকার লোকসান হয়েছিল এয়ার ইন্ডিয়ার। ২০১৯ সালে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করার কথা ঘোষণা করে কেন্দ্র। একাধিকবার দরপত্র জমা পড়ে। সীমা বাড়ানোর পর দু’টি সংস্থা আগ্রহ প্রকাশ করে। ২০২১ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানায়,  দেনা দায়ে জর্জরিত উড়ান সংস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টাটা গ্রুপ এবং স্পাইসজেটের প্রোমোটার অজয় সিং।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

২০২১ সালের ৮ অক্টোবরে কেন্দ্র ঘোষণা করে, টাটাদের হাতে ফিরছে এয়ার ইন্ডিয়া। টাটারা ২,৭০০ কোটি টাকা দিচ্ছে। সেইসঙ্গে এয়ার ইন্ডিয়ার ১৫,৩০০ কোটি ঋণের দায়ও টাটাদেরই। গত ৩১ অগস্ট পর্যন্ত জাতীয় উড়ান সংস্থার ঋণের পরিমাণ ছিল ৬১,৫৬২ কোটি টাকা। টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা তুলে দেওয়ার আগে সেই ঋণের ৭৫ শতাংশ বা ৪৬,২৬২ কোটি টাকার এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেড কাছে যাবে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

জে আর ডি টাটা ১৯৩২ সালে টাটা এয়ারলাইন্স নামে বিমান পরিবহন সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এয়ার ইন্ডিয়াকে ২০০০-০১ সালে বেসরকারিকরণের চেষ্টা করা হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে ২০০৬ সালে একীভূতকরণের ফলে সংস্থাটি ক্ষতিগ্রস্ত হয়।

টাটা সন্সের একজন ভারতীয় বিমানচালক ও ব্যবসা পুঁজিপতি আর জে ডি টাটার প্রতিষ্ঠিত টাটা এয়ার সার্ভিসেস, পরে নতুন নামকরণ করা টাটা এয়ারলাইন্স। থেকে এয়ার ইন্ডিয়ার উৎপত্তি হয়।

টাটা সন্স প্রাইভেট লিমিটেড ১৮৬৮ সালে  সালে ট্রেডিং এন্টারপ্রাইজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে এয়ার ইন্ডিয়া ফিরে এল টাটা সংস্থা’র হাতে, টাটা সন্সকে অভিনন্দন অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর

আপডেট : ২৭ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ অবশেষে সম্পন্ন হল এয়ার ইন্ডিয়ার হস্তান্তর প্রক্রিয়া। টাটা সন্সের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল মহারাজা-কে। প্রায় ৬৯ বছর পর এয়ার ইন্ডিয়াকে আনুষ্ঠানিকভাবে ফিরে পেল তার প্রকৃত প্রতিষ্ঠাতা টাটা সংস্থা। একসময় টাটা-র হাত ধরেই এয়ার ইন্ডিয়ার পথ চলা শুরু হয়েছিল। টাটার হাতে হস্তান্তর করা হল সংস্থার ১০০ শতাংশ শেয়ার ও দেওয়া হল ম্যানজমেন্টের নিয়ন্ত্রণ। এই হস্তান্তরের পর টাটা সন্সকে শুভেচ্ছা জানান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর টাটা সন্সের মুখপাত্র জানিয়েছেন, যে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন। এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়ার নতুন মালিক টেলেস প্রাইভেট লিমিটেডের হাতে সব শেয়ার হস্তান্তর করা হয়ে গিয়েছে।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, ‘আমরা অত্যন্ত খুশি যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। টাটা গ্রুপে এয়ার ইন্ডিয়াকে ফিরে পেয়ে খুশি আমরা। বিশ্বমানের উড়ান সংস্থায় পরিণত করার জন্য আমরা সকলের সঙ্গে করার জন্য উদগ্রীব’।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

কেন্দ্রের তরফে জানানো হয়েছে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পুরো শেয়ার তুলে দেওয়া হয়েছে টাটার হাতে। সংস্থার ১২ হাজার কর্মীকে বহাল রাখবে টাটা। প্রায় ৭০ হাজার কোটি টাকার লোকসান হয়েছিল এয়ার ইন্ডিয়ার। ২০১৯ সালে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করার কথা ঘোষণা করে কেন্দ্র। একাধিকবার দরপত্র জমা পড়ে। সীমা বাড়ানোর পর দু’টি সংস্থা আগ্রহ প্রকাশ করে। ২০২১ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানায়,  দেনা দায়ে জর্জরিত উড়ান সংস্থা কিনতে আগ্রহ প্রকাশ করেছে টাটা গ্রুপ এবং স্পাইসজেটের প্রোমোটার অজয় সিং।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

২০২১ সালের ৮ অক্টোবরে কেন্দ্র ঘোষণা করে, টাটাদের হাতে ফিরছে এয়ার ইন্ডিয়া। টাটারা ২,৭০০ কোটি টাকা দিচ্ছে। সেইসঙ্গে এয়ার ইন্ডিয়ার ১৫,৩০০ কোটি ঋণের দায়ও টাটাদেরই। গত ৩১ অগস্ট পর্যন্ত জাতীয় উড়ান সংস্থার ঋণের পরিমাণ ছিল ৬১,৫৬২ কোটি টাকা। টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা তুলে দেওয়ার আগে সেই ঋণের ৭৫ শতাংশ বা ৪৬,২৬২ কোটি টাকার এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেড কাছে যাবে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

জে আর ডি টাটা ১৯৩২ সালে টাটা এয়ারলাইন্স নামে বিমান পরিবহন সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এয়ার ইন্ডিয়াকে ২০০০-০১ সালে বেসরকারিকরণের চেষ্টা করা হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের সঙ্গে ২০০৬ সালে একীভূতকরণের ফলে সংস্থাটি ক্ষতিগ্রস্ত হয়।

টাটা সন্সের একজন ভারতীয় বিমানচালক ও ব্যবসা পুঁজিপতি আর জে ডি টাটার প্রতিষ্ঠিত টাটা এয়ার সার্ভিসেস, পরে নতুন নামকরণ করা টাটা এয়ারলাইন্স। থেকে এয়ার ইন্ডিয়ার উৎপত্তি হয়।

টাটা সন্স প্রাইভেট লিমিটেড ১৮৬৮ সালে  সালে ট্রেডিং এন্টারপ্রাইজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।