০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

 কাউন্সিলরদের হাতাহাতিতে রণক্ষেত্র দিল্লি  পুরভবন, হাইকোর্টের নির্দেশে স্থগিত স্থায়ী কমিটির নির্বাচন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 60

 

 

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

 

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

পুবের কলম ওয়েবডেস্ক:  দিল্লি পুরসভাতে অশান্তি যেন থেমেও থামছেনা। মেয়র নির্বাচন নিয়ে বিস্তর  জলঘোলা হওয়ার পর শুক্রবার পুরসভার স্থায়ী কমিটির ভোটকে কেন্দ্র করে ফের রণক্ষেত্রর চেহারা নেয় দিল্লি  পুরভবন। যার জেরে দিল্লি হাইকোর্ট পুরসভার স্থায়ী কমিটির নির্বাচন স্থগিত করেছে।   কমলজিৎ সেহরাওয়াত এবং শিখা রায়ের দায়ের করা দুটি পিটিশনের প্রেক্ষিতে  শনিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেছেন,আগের ভোটের প্রাথমিক ফলাফল ঘোষণা না করেই পুনরায় স্থায়ী কমিটির নির্বাচন ঘোষণার প্রক্রিয়া দিল্লি  মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বিধির ধারা ৫১ কে লঙ্ঘন করেছে।উল্লেখ্য কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির পর ফের ২৭ ফেব্রুয়ারি  সকাল ১১  টায় নতুন নির্বাচন করার ঘোষণা করেছিলেন।  এদিকে, মেয়র অভিযোগ করেছেন যে বিজেপির কয়েকজন সদস্য “তার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে” বিজেপি  এবং আপ কাউন্সিলরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরার পরেই তিনি এই অভিযোগ করেন। মেয়র আরও অভিযোগ করেন তার সহকর্মী আশু ঠাকুরকেও  বিজেপির অপর  কাউন্সিলর আক্রমণ করেছেন।  যদিও তাৎক্ষণিকভাবে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 কাউন্সিলরদের হাতাহাতিতে রণক্ষেত্র দিল্লি  পুরভবন, হাইকোর্টের নির্দেশে স্থগিত স্থায়ী কমিটির নির্বাচন

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

 

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

 

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

পুবের কলম ওয়েবডেস্ক:  দিল্লি পুরসভাতে অশান্তি যেন থেমেও থামছেনা। মেয়র নির্বাচন নিয়ে বিস্তর  জলঘোলা হওয়ার পর শুক্রবার পুরসভার স্থায়ী কমিটির ভোটকে কেন্দ্র করে ফের রণক্ষেত্রর চেহারা নেয় দিল্লি  পুরভবন। যার জেরে দিল্লি হাইকোর্ট পুরসভার স্থায়ী কমিটির নির্বাচন স্থগিত করেছে।   কমলজিৎ সেহরাওয়াত এবং শিখা রায়ের দায়ের করা দুটি পিটিশনের প্রেক্ষিতে  শনিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেছেন,আগের ভোটের প্রাথমিক ফলাফল ঘোষণা না করেই পুনরায় স্থায়ী কমিটির নির্বাচন ঘোষণার প্রক্রিয়া দিল্লি  মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন বিধির ধারা ৫১ কে লঙ্ঘন করেছে।উল্লেখ্য কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির পর ফের ২৭ ফেব্রুয়ারি  সকাল ১১  টায় নতুন নির্বাচন করার ঘোষণা করেছিলেন।  এদিকে, মেয়র অভিযোগ করেছেন যে বিজেপির কয়েকজন সদস্য “তার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে” বিজেপি  এবং আপ কাউন্সিলরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরার পরেই তিনি এই অভিযোগ করেন। মেয়র আরও অভিযোগ করেন তার সহকর্মী আশু ঠাকুরকেও  বিজেপির অপর  কাউন্সিলর আক্রমণ করেছেন।  যদিও তাৎক্ষণিকভাবে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট