দুর্যোগে বিপর্যস্ত মিরিকে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস মমতার

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 78
পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।
পাশাপাশি এদিন ভুটান থেকে আসা জলেই এত বড় বিপত্তি উত্তরবঙ্গে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, এই ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই।
জানা গিয়েছে, রাতে মুখ্যমন্ত্রী কার্শিয়ং চলে যান। সেখান থেকে মঙ্গলবার দুপুরে মিরিকে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি। একেবারে দিদির মতো মানুষদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে কার্শিয়ংয়ের জোড়বাংলোয় বিডিও অফিসে পর্যালোচনা বৈঠক করার কথা। এদিন রাতেই রওনা দিতে পারেন দার্জিলিং। সেখানকার রিচমন্ড হিলে দুই জেলার প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে জিটিএ-র কাছ থেকে ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট নিতে পারেন তিনি।
ত্রাণ কাজ তদারকিতে সোমবার বৃষ্টি-ধসে বিপর্যস্ত নাগরাকাটার বামনডাঙা আদর্শ গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তার সমস্ত আশ্বাস দেন তিনি। দুর্যোগে প্রিয়জনকে হারানো সাত পরিবারের হাতে চাকরির কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
বিপর্যয়ের পরদিনই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ যাবেন তিনি। সেই মতো রবিবার উত্তরবঙ্গ যান তিনি।
Over the past few days, I have been personally monitoring and reviewing the relief and rehabilitation efforts underway across the flood and landslide-affected areas of North Bengal following the extreme rainfall earlier this month. Day before yesterday, I had visited Hasimara in… pic.twitter.com/mAx8LSdTRn
— Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2025