পুবের কলম ওয়েবডেস্ক: ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির পরিস্থিতির মাঝে মঙ্গলবার বিধানসভায় যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা, নাহলে পৃথিবী ধ্বংস হবে, পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে।”
মঙ্গলবার ভারতের স্থানীয় সময় সাড়ে তিনটে নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশাল মিডিয়া ট্রুথ পোস্ট করেন। পোস্টে জানান, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি! ১২ দিনের ‘যুদ্ধ শেষে’র জন্য দু’পক্ষকেই অভিনন্দন জানান। কীভাবে সংঘর্ষ বিরতি পালন হবে, তাও জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। প্রায় দুমাস আগে অপারেশন সিঁদুর চলাকালীন ট্রাম্প ট্রুথে পোস্ট করে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি কথা জানিয়েছিলেন। ঠিক একই কায়দায় এদিন তিনি ইরান-ইসরাইল যুদ্ধবিরতির কথা জানান। ট্রাম্প অনুরোধের সুরে বলেন, ‘‘যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল। দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না।’’
ইরান, ইজরায়েল উভয়ই ‘ভারতবন্ধু’ হিসাবে পরিচিত। তাই এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেয় কেন্দ্রের মোদি সরকার। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ”যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা দরকার।” বছর তিন আগে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময়ও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেবারও কেন্দ্রের পদক্ষেপ বা সিদ্ধান্তের উপরই আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত-পাক সংঘর্ষেও কেন্দ্রের পাশে থাকার বার্তা দেন তিনি। এবার পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়বহতা রুখতেও কেন্দ্রের যথাযথ পদক্ষেপের করার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
























