০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের হাত থেকে ওবিসি সনাক্ত করার ক্ষমতা কেড়ে নেওয়ায় কেন্দ্রের সমালোচনায় কংগ্রেস

সুস্মিতা
  • আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার
  • / 12

নয়াদিল্লি, ১ আগষ্ট: নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস বলেছে, অন্যান্য পশ্চাদপদ শ্রেণি (ওবিসি) চিহ্নিত ও অবহিত করার যে ক্ষমতা রাজ্যের আছে তা কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস বলেছে যে বিজেপি সরকার জনগণকে বোকা বানানোর জন্য একটি “ভয়ঙ্কর কৌশল নেওয়ার চেষ্টা করছে।” এক সংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান সংশোধনীর নামে ভারতের জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন। পশ্চাৎপদ শ্রেণি সাংবিধানিক স্তরের কমিশন ঠিক করে। তিনি বলেন,সরকার ১১ আগস্ট, ২০১৮ সালে বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে একটি সংবিধান সংশোধনী বিল পাস করে। তিনি বলেন, রাজ্য সরকারই ঠিক করে কোন শ্রেণির মানুষ পশ্চাদপদ। মনু সিংভী বলেন, সরকারের উচিত ছিল এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া।
সম্প্রতি মেডিকেল ও ডেন্টাল কোর্সে ওবিসিদের ) জন্য ২৭ শতাংশ সংরক্ষণ ঘোষণা করে কেন্দ্র। এছাড়াও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্যও ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় সংরক্ষণ প্রকল্পের আওতায় চলতি শিক্ষাবর্ষ ২০২১-২২ থেকেই জারি হবে নয়া নিয়ম।
এ বিষয়ে সরকারের সমালোচনা করে কংগ্রেস নেতা বলেন, “প্রধানমন্ত্রী দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। অহংকারের মিথ্যা স্বর্গে বাস করবেন না।সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে দেশ চালানোর কথা বলা হয়েছে।সেটা আপনাকে মানতেই হবে।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের হাত থেকে ওবিসি সনাক্ত করার ক্ষমতা কেড়ে নেওয়ায় কেন্দ্রের সমালোচনায় কংগ্রেস

আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার

নয়াদিল্লি, ১ আগষ্ট: নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস বলেছে, অন্যান্য পশ্চাদপদ শ্রেণি (ওবিসি) চিহ্নিত ও অবহিত করার যে ক্ষমতা রাজ্যের আছে তা কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস বলেছে যে বিজেপি সরকার জনগণকে বোকা বানানোর জন্য একটি “ভয়ঙ্কর কৌশল নেওয়ার চেষ্টা করছে।” এক সংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান সংশোধনীর নামে ভারতের জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন। পশ্চাৎপদ শ্রেণি সাংবিধানিক স্তরের কমিশন ঠিক করে। তিনি বলেন,সরকার ১১ আগস্ট, ২০১৮ সালে বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে একটি সংবিধান সংশোধনী বিল পাস করে। তিনি বলেন, রাজ্য সরকারই ঠিক করে কোন শ্রেণির মানুষ পশ্চাদপদ। মনু সিংভী বলেন, সরকারের উচিত ছিল এ ব্যাপারে ব্যাখ্যা দেওয়া।
সম্প্রতি মেডিকেল ও ডেন্টাল কোর্সে ওবিসিদের ) জন্য ২৭ শতাংশ সংরক্ষণ ঘোষণা করে কেন্দ্র। এছাড়াও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্যও ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় সংরক্ষণ প্রকল্পের আওতায় চলতি শিক্ষাবর্ষ ২০২১-২২ থেকেই জারি হবে নয়া নিয়ম।
এ বিষয়ে সরকারের সমালোচনা করে কংগ্রেস নেতা বলেন, “প্রধানমন্ত্রী দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। অহংকারের মিথ্যা স্বর্গে বাস করবেন না।সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে দেশ চালানোর কথা বলা হয়েছে।সেটা আপনাকে মানতেই হবে।”