০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, দৈনিক ৪ হাজারের গণ্ডি পার

ইমামা খাতুন
  • আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 13

পুবের কলম,ওয়েবডেস্ক:  ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।  উদ্বেগ বাড়িয়ে সংক্রমণের হার চার হাজারের গণ্ডি পার করল। যা গত পাঁচ মাসে সর্বোচ্চ। সেই সঙ্গে বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও। সংক্রমণের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। তবে, উদ্বেগের মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৪৩৫ জন। গতকাল যে সংখ্যাটা ছিল তিন হাজারের কিছু বেশি। করোনা সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়েছে মহারাষ্ট্রে। একলাফে ১৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। আবার সোমবার দিল্লিতে কোভিড থাবা বসিয়েছিল ৫২১ জনের শরীরে। ফলে সব মিলিয়ে বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেস ২৩,০৯১।

গত কয়েকদিনে ভারতের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। হুট করেই হুহু করে বাড়ছে কোভিড ১৯ রোগীর সংখ্যা। বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই নতুন করে করোনা সংক্রান্ত বিধি নিয়ে কড়াকড়ি শুরু করে দিয়েছে। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজের উপর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, দৈনিক ৪ হাজারের গণ্ডি পার

আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।  উদ্বেগ বাড়িয়ে সংক্রমণের হার চার হাজারের গণ্ডি পার করল। যা গত পাঁচ মাসে সর্বোচ্চ। সেই সঙ্গে বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও। সংক্রমণের পাশাপাশি বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। তবে, উদ্বেগের মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪,৪৩৫ জন। গতকাল যে সংখ্যাটা ছিল তিন হাজারের কিছু বেশি। করোনা সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়েছে মহারাষ্ট্রে। একলাফে ১৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। আবার সোমবার দিল্লিতে কোভিড থাবা বসিয়েছিল ৫২১ জনের শরীরে। ফলে সব মিলিয়ে বেড়েই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেস ২৩,০৯১।

গত কয়েকদিনে ভারতের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। হুট করেই হুহু করে বাড়ছে কোভিড ১৯ রোগীর সংখ্যা। বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই নতুন করে করোনা সংক্রান্ত বিধি নিয়ে কড়াকড়ি শুরু করে দিয়েছে। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজের উপর।