করোনার থাবা বিমানে! একসঙ্গে আক্রান্ত শতাধিক যাত্রী

- আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার
- / 18
পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার থাবা আন্তর্জাতিক বিমানে। একসঙ্গে প্রায় শতাধিক বিমান যাত্রীর রিপোর্ট পজিটিভ এল। বৃহস্পতিবার ইটালি থেকে অমৃতসরে আসে একটি বিমান। সেখানে ১২৫ জন যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এর পর শুক্রবারও রোম থেকে অমৃতসরে আসে আরও একটি বিমান। সেখানেও প্রায় ১৭৩ জন যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ। এই ঘটনায় উদ্বিগ্ন পঞ্জাব সরকার। একসঙ্গে এত যাত্রীর রিপোর্ট পজিটিভ আসায় যে ল্যাব থেকে করোনা পরীক্ষা করা হয়েছে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ বাড়লেই থমকে যায় বিমান চলাচল।
অমৃতসর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ‘বিমানটি রোম থেকে এসেছে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ অমৃতসরে নামে। এর পর প্রোটোকল অনুযায়ী কোভিড পরীক্ষা করা হয়। ২১০ জন যাত্রীর করোনা রিপোর্ট আমাদের হাতে এসেছে এখনও অবধি। এরমধ্যে ১৭৩ জনের রিপোর্টই পজেটিভ এসেছে। রোম থেকে আগত ওই বিমানে যাত্রীর সংখ্যা ছিল ২৮৫। চার্টার্ড বিমানে করে তারা সকলে ভারতে ফিরেছেন। এদের মধ্যে ৭৫ জনের রিপোর্ট এখনও আসেনি, তাই আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত আক্রান্তদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ক্রমশই বাড়ছে করোনার চোখ রাঙানি। তার সঙ্গে রয়েছে ওমিক্রনের দাপট। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ১ লক্ষ ৪০ হাজারের গণ্ডি। আজ নতুন করে সংক্রামিত হয়েছেন ১,৪১,৫২৫ জন।