পুবের কলম, ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কের জেরে এক যুবতী ও তার প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠল উত্তরপ্রদেশে। ঘটনায় যুবতীর পরিবারের দিকেই আঙুল উঠেছে। রবিবার রাতে উত্তরপ্রদেশে এটাহ জেলার গড়িয়া সুহাগপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- শিবানি (২০) এবং দীপক (২৫)। দু’জনই একই গ্রাম ও সম্প্রদায়ের বাসিন্দা। জেলা পুলিশ সুপার শ্যাম নারায়ণ সিং জানান, দ্বৈত খুনের ঘটনায় যুবতীর পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় সাড়ে আটটার দিকে শিবানির বাড়িতে তাকে দেখতে যায় দীপক। ওই সময় পরিবারের সদস্যরা তাদের বাড়ির ছাদে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যরা তাদের উপর চড়াও হন বলে অভিযোগ। শিবানি ঘটনাস্থলেই মারা যান, এবং গুরুতর আহত দীপক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। স্থানীয় থানার এসএইচও রিতেশ ঠাকুর জানান, ঘটনার পর এখনো দুই পক্ষের কেউই কোনও লিখিত অভিযোগ দাখিল করেনি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য এটাহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
এসএসপি সিং ঘটনাস্থল ও মেডিক্যাল কলেজ পরিদর্শন করেছেন। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





























