করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে বেশি কার্যকর কোভ্যাক্সিন, দাবি আইসিএমআরের
- আপডেট : ৩ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- / 24
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট রুখতে সবচেয়ে কার্যকর কো ভ্যাক্সিন। এমনটাই দাবি করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল অ্যান্ড রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক একটি গবেষণাপত্রে।
বাও রিক্সিভ নামে একটি জার্নালে আইসিএমআরের এই গবেষণাপত্রটি প্রকাশিত হতে চলেছে। গবেষণাপত্রে বলা হয়েছে, কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া রোগীদের ক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। আবার উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে ৬৫.২ শতাংশ কাজ করছে কোভ্যাক্সিন। মাত্র ০.৫ শতাংশ রোগীর ক্ষেত্রেই নাকি এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
উল্লেখ্য তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও রয়েছে পাশাপাশি। ডিসেম্বর পর্যন্ত তার প্রভাব থাকতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৪২২ জনের। রবিবার এই সংখ্যা ছিল সাড়ে পাঁচশোর কাছাকাছি। সেই তুলনায় সোমবার তা অনেকটাই নেমেছে। একদিনে করোনার কবলমুক্ত হয়েছেন ৩৬ হাজার ৯৪৬।



























