রাস্তায় পায়রাকে খাওয়ানোই ফৌজদারি মামলা দায়ের মুম্বাইয়ে

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 20
পুবের কলম ওয়েবডেস্ক : এক যুগান্তকারী পদক্ষেপ মুম্বই পুলিশের। জনসমক্ষে পায়রাকে খাওয়ানোর ঘটনায় দায়ের হল প্রথম ফৌজদারি মামলা। ভারতীয় ন্যায় সংহিতা এর অধীনে পায়রাকে খাওয়ানো শাস্তিযোগ্য অপরাধ বলে এক মামলার পর্যবেক্ষণে এমনটাই মন্তব্য করেছিল বোম্বে হাইকোর্ট।
আর সেই পর্যবেক্ষণকে লঙ্ঘন করে ফের প্রকাশ্য রাস্তায় পায়রাকে খাওয়ার খায়ানোর অভিযোগ উঠল একদল পথযাত্রীর বিরুদ্ধে। মুম্বইের এলজে রোডের কাছে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মাহিম থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যারা যারা অভিযুক্ত তারা সকাল ৬:৫০-এর দিকে একটি বাইকে করে কবুতরখানায় পৌঁছায়। এরপর পায়রাদের খাওয়ায় ও চলে যায়। কিন্তু এখনও তাদের পরিচয় জানা যায়নি। অভিযুক্তদের খোঁজে জারি তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। তাদের বিরূদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করার মামলা জারি করা হয়েছে।
বিচারপতি গিরিশ কুলকার্নি এবং আরিফ ডক্টর, আদালতের পূর্ববর্তী রায় লঙ্ঘন হওয়ার ফলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে বেঞ্চ এই পায়রা পালনকারীদের ত্রাণ দিতে অস্বীকার করেছিল। সাম্প্রতিক শুনানির সময় বলা হয়েছিল যে, “যদি আইনের শাসন অনুসরণ না করা হয়, তাহলে আইনেরই উচিত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া।” জনসমক্ষে পায়রাকে খাওয়ানো মানেই তা জনসাধারণের জন্য একপ্রকার সমস্যার সৃষ্টি করা। ফলবশত এরফলে মানুষের জীবনহানির মত আশঙ্কাও থেকে যায়।